গ্রাফিক সনৎ সিংহ।
শুক্রবারের তুলনায় রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমল। সংক্রমণের হারও অনেকটাই কমেছে। কলকাতাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০-নীচে নেমেছে। মহানগরীর পাশাপাশি উত্তর ২৪ পরগনাতেও কমেছে আক্রান্তের সংখ্যা। তবে আবার বাড়ল দৈনিক মৃত্যু।
রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন সংক্রমিত হয়েছেন ৬৭০ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। মহানগরীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত হয়েছেন ১২৬ জন। তালিকায় তার পর রয়েছে হাওড়া (৬০), দক্ষিণ ২৪ পরগনা (৪৪), হুগলি (৪১)।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ২১৫ জন। রাজ্যে সংক্রমণের হার কমে হয়েছে ২.২১ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৩০ হাজার ২৮১ জনের। সংক্রমণমুক্ত হয়েছেন ৭৬৪ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ৮ হাজার ২৯।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ৯৩৩ জন। এখনও পর্যন্ত টিকাদান হয়েছে ৮ কোটি ৬ লক্ষ ৪৪ হাজার ৩২২।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy