বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।
স্থিতিশীল রয়েছেন করোনা আক্রান্ত মীরা ভট্টাচার্য। বুধবার সকালের মেডিক্যাল বুলেটিন অনুয়ায়ী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। সংক্রমণের পরিস্থিতি জানতে স্ক্যান করা হয়েছে তাঁর। তাতে ফুসফুসে কোনও জটিল সংক্রমণ ধরা পড়েনি বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ছাড়াও বেশ কিছু রক্ত পরীক্ষা করা হয়েছে । বুধবার সকাল পর্যন্ত অবশ্য সেগুলোর রিপোর্ট আসেনি।
মঙ্গলবার কোভিড পজিটিভ রিপোর্ট আসে মীরার। শ্বাসকষ্ট এবং জ্বর ভাব থাকায় ওই দিন রাতেই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সক কৌশিক চক্রবর্তী এবং ধ্রুব ভট্টাচার্য তাঁর চিকিত্সার দায়িত্বে রয়েছেন। মীরাকে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি স্টেরয়েডও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy