Give these things to your married daughter according to the seven days’ of week for her luck’s betterment dgtl
Astrological Tips
চাল, দুধ, পোশাক থেকে চুড়ি! বিবাহিতা কন্যার সুখী দাম্পত্য জীবনের জন্য বার অনুযায়ী কী দেবেন?
উপহার দেওয়ার মাধ্যমেও আপনি বিবাহিতা কন্যার ভাগ্যের উন্নতি ঘটাতে পারেন। কী ভাবে? এই ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্র আপনার কাজে আসবে।
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:৩১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
বিবাহিতা কন্যাকে অনেকেই অনেক কিছু উপহার দিয়ে থাকেন। প্রয়োজনের জিনিস হোক বা শখের, কিছু না কিছু আমরা মাঝেমধ্যেই দিয়ে থাকি।
০২১০
কিন্তু এই উপহার দেওয়ার মাধ্যমেও আপনি বিবাহিতা কন্যার ভাগ্যের উন্নতি ঘটাতে পারবেন। কী ভাবে? এই ক্ষেত্রেও জ্যোতিষশাস্ত্র আপনার কাজে আসবে।
০৩১০
জ্যোতিষশাস্ত্র মতে, বিবাহিতা মেয়েকে বার অনুযায়ী যদি বিশেষ কিছু উপহার দেওয়া যায়, তা হলে তাঁর ভাগ্যে সুখ তো আসবেই, এ ছাড়াও আরও নানা দিকে শুভ পরিবর্তন দেখা যাবে। দেখে নেব বার অনুযায়ী কী জিনিস উপহার দিতে হয়।
০৪১০
রবিবার– রবিবার বিবাহিতা মেয়েকে বেদানা এবং মধু দিলে সন্তানপ্রাপ্তি হয় বলে মনে করা হয়।
০৫১০
সোমবার– বিবাহিতা মেয়েকে সোমবার চাল এবং দুধের তৈরি মিষ্টি দিন। এর ফলে তাঁর বিবাহিত জীবনে সুখশান্তি ভরে থাকবে।
০৬১০
মঙ্গলবার– মঙ্গলবার বিবাহিতা কন্যাকে লাল রঙের পোশাক দিলে তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা হয় না।
০৭১০
বুধবার– বুধবার বিবাহিতা মেয়েকে সবুজ রঙের চুড়ি এবং পেস্তা দিলে তিনি জীবনে উন্নতি লাভ করবেন। তাঁর যদি দীর্ঘ দিনের অসুখ থাকে, তা থেকেও দ্রুত মুক্তি পেতে পারেন।
০৮১০
বৃহস্পতিবার– বিবাহিতা মেয়েকে বৃহস্পতিবার কেশর বা হলুদ রঙের পোশাক এবং সম্ভব হলে যে কোনও সোনার তৈরি ছোট জিনিস উপহার দিন। এতে তাঁর সংসারে শ্রীবৃদ্ধি হয়।
০৯১০
শুক্রবার– শুক্রবার দিন বিবাহিতা মেয়েকে রেশমের পোশাক এবং মিছরির দানা দিলে তাঁর দাম্পত্য জীবন সুখের হয়। এর ফলে তাঁর দাম্পত্য জীবনে কোনও অশান্তি প্রবেশ করতে পারে না।
১০১০
শনিবার– শনিবার দিন বিবাহিতা মেয়েকে নারকেল এবং বাদাম দিলে শাশুড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভাল থাকে।