সমাজসেবার নাম করে কয়েক জন একবালপুর থানা এলাকায় বেআইনি মাদক বিক্রি করছেন। এমন অভিযোগ করে উপযুক্ত পদক্ষেপ করার জন্য বুধবার একবালপুর থানায় দাবি জানাল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। মোমিনপুর মোড় থেকে মিছিল, থানার সামনে বিক্ষোভও দেখানো হয়। মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মহম্মদ মোক্তার, দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, আবু নাসের প্রমুখ। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদের অভিযোগ, “নেশার মধ্যে ডুবে ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দ্রুত একবালপুর থানার দৃষ্টি আকর্ষণের জন্য এই কর্মসূচি।” কংগ্রেসের অভিযোগ, এলাকায় নেশার কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় থানায় ডেকে দলের যুবনেতা আকিব গুলজারকে ভয় দেখানো হয়েছে। এমনকি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মমলাও দায়ের করা হয়েছে বলে অভিযোগ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)