Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Congress

আগুন দাম, বাজারে বিক্ষোভ কংগ্রেসের

কোচবিহারের সিতাই কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে যাওয়ার পথে জলপাইগুড়ির দিন বাজারে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

জলপাইগুড়িতে বাজারের সামনে অবস্থান-বিক্ষোভে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

জলপাইগুড়িতে বাজারের সামনে অবস্থান-বিক্ষোভে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৬:১২
Share: Save:

নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন বাজারের সামনে শনিবার সকালে এক ঘণ্টা ধরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচি থেকে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে জনবিরোধী নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব।

কোচবিহারের সিতাই কেন্দ্রের উপনির্বাচনের প্রচারে যাওয়ার পথে জলপাইগুড়ির দিন বাজারে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেখানে তিনি বলেন, “বিভিন্ন বাজারে বিভিন্ন রকম দাম। আমাদের এই প্রতিবাদ কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে। ডাল, তেল, মশলাপাতির দাম বাড়লে তার দায় কেন্দ্রের, কাঁচামালের দাম বাড়লে সেটার দায় রাজ্যের।” পাঁচ জেলায় যে ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেগুলির কংগ্রেস প্রার্থীরা তাঁদের প্রচারের অঙ্গ হিসেবে এলাকার বাজারের সামনে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছিলেন।

উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে এ দিন কলকাতা জুড়ে বিভিন্ন বাজারে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। মানিকতলা, এন্টালি, বৌবাজার, নিউ মার্কেট, তালতলা, রাজাবাজার, শিয়ালদহ, যদুবাবুর বাজার, লেক মার্কেট, পার্ক সার্কাস-সহ শহরের নানা প্রান্তের বাজারে বিক্ষোভ থেকে কেন্দ্র ও রাজ্যের নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE