জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ গড়িয়াহাটে। —নিজস্ব চিত্র।
আনাজ-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ-অবরোধ করল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বৃহস্পতিবার ওই বিক্ষোভ-সভা থেকে বিদ্যুৎ, পেট্রল, ডিজ়েল-সহ নানা পরিষেবার দাম বৃদ্ধিরও প্রতিবাদ জানানো হয়েছে। বিক্ষোভে ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, তপন আগরওয়াল, দেবজ্যোতি দাস, জ়াহিদ হোসেন প্রমুখ। জেলা সভাপতি প্রদীপের অভিযোগ, ‘‘বাজারে হাত দেওয়া যাচ্ছে না। ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে। তিন মাস ধরে যে দাম বেড়েছে, তা উনি ১০ দিনে কী ভাবে কমানোর কথা বলছেন?” গলায় ‘দাম বেড়েছে খাবো কী?’, এমন প্ল্যাকার্ড ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। তাঁরা জানান, বিরোধী নেত্রী থাকাকালীন মমতা মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ওই স্লোগান দিয়েছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy