—ফাইল চিত্র।
কারও কাছ থেকে টাকা নেওয়া মানেই তো অপরাধ নয়। তিনি কেন টাকা নিলেন, সেটাও তো জানা দরকার। তাই হলফনামা দিয়ে নারদা স্টিং-এর পুরো ভিডিও আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ২ নভেম্বরের মধ্যে নারদা নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলকে সেই হলফনামা পেশ করতে হবে। শুক্রবার নারদা মামলার শুনানিতে ওই নির্দেশ দিয়েছে বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ৪ নভেম্বর।
শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি গিরীশ গুপ্ত বলেন, ‘‘স্টিং অপারেশনের যে ভিডিও দেখানো হয়েছে তাতে শুধুমাত্র টাকা নেওয়ার দৃশ্যটিই দেখা গিয়েছে। সেই দৃশ্যটি আসলে গল্পের একটা ক্লাইম্যাক্স। টাকা নেওয়া মানেই তো অপরাধ নয়, এর পিছনের কারণটা আগে বোঝা দরকার। শুধুমাত্র এই তথ্যের উপর ভিত্তি করে কোনও সংস্থাকে কারও বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া সম্ভব নয়। এমনকী, আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত নারদা নিউজের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা যাবে না।’’
ও দিকে, এ দিন আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের একটি মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে। যেখানে সিএফএসএল রিপোর্টের ফুটেজে কোনও কাটাছেঁড়া করা হয়নি বলে স্পষ্টই উল্লেখ করা হয়েছে, সেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এ দিন আদালতে বলেন, ‘‘বাজেয়াপ্ত ফোন এবং ল্যাপটপ এবং পেন ড্রাইভ থেকে সন্দেহজনক কিছু মেলেনি। তথ্য গোপনের জন্যই তা হওয়ার সম্ভাবনা রয়েছে।’’ তার জবাবে ম্যাথু স্যামুয়েলের আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, ‘‘এক জন অ্যাডভোকেট জেনারেলের উচিত রাজ্যের হয়ে কাজ করা। কোনও রাজনৈতিক দলের জন্য তাঁর কাজ করা উচিত নয়।’’
আরও পড়ুন: পঞ্চমীতেও বন্ধ অফিস, এক দিন বেশি ছুটি রাজ্য সরকারি কর্মীদের
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy