Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Arrest

‘অনুপ্রবেশ’, আওয়ামী লীগের যুব নেতা ধৃত

পুলিশ সূত্রের খবর, ধৃতকে কয়েক দফায় জেরা করে জানা গিয়েছে, ফয়জ়ল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

জয়ন্ত সেন 
মালদহ শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৭:২২
Share: Save:

বাংলাদেশ ন্যাশনাল পার্টি (বিএনপি) এবং জামায়াতে ইসলামীর হাত থেকে ‘বাঁচতে’ এ রাজ্যে ঢুকেছিলেন, জেরায় পুলিশের কাছে এমনটাই দাবি অনুপ্রবেশের অভিযোগে ধৃত বাংলাদেশের আওয়ামী লীগের এক যুবনেতার। গত ২ নভেম্বর মালদহের হবিবপুর ব্লকের টিকাপাড়া ও কেদারিপাড়ার মাঝে বাংলাদেশ সীমান্তে বিএসএফ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত ফয়জ়ল আহমেদের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পাওয়া থানার ন’হাটায়।

পুলিশ সূত্রের খবর, ধৃতকে কয়েক দফায় জেরা করে জানা গিয়েছে, ফয়জ়ল ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওই দলেরই যুব লীগের সাংগঠনিক সম্পাদক। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, “ধৃতকে জেরা করা হচ্ছে। তদন্ত চলছে।”

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ২ নভেম্বর দুপুরে হবিবপুর ব্লকের বাংলাদেশ সীমান্তে টিকাপাড়া ও কেদারিপাড়া বর্ডার আউটপোস্টের মাঝখান দিয়ে উন্মুক্ত সীমান্তপথে ওই যুবক এ-পারে ঢোকেন। তখন সেখানে টহলরত বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাঁকে ধরেন। সে দিন বিকেলে তাঁকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পরের দিন পুলিশ তাঁকে কোর্টে হাজির করিয়ে বিচারকের নির্দেশে প্রথমে তিন দিন ও পরে, বুধবার পাঁচ দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে।

পুলিশ সূত্রের খবর, ফয়জ়ল দাবি করেছেন, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরে তিনি প্রায় দু’মাস সে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসেন।

অন্য বিষয়গুলি:

arrest Bangladesh Awami League awami league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE