Advertisement
১১ জানুয়ারি ২০২৫
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ১৪

দিনহাটা যাবেন রাজ্যপাল। পার্থের জামিনের আবেদনের শুনানি। আলিপুরদুয়ারে অভিষেক। মমতা কেমন আছেন? সুকান্তের সাংবাদিক বৈঠক। কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু।

CV Ananda Bose.

রাজ্যপাল সিভি আনন্দ বোস। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০২৩ ০৭:০৩
Share: Save:

দিনহাটা যাবেন রাজ্যপাল

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কোচবিহারের দিনহাটায় কিছু জায়গায় অশান্তি হয়। আজ, শনিবার সেখানে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নজর থাকবে এই খবরের দিকে।

পার্থের জামিনের আবেদনের শুনানি

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন। জামিন চেয়ে আবেদন করেছেন পার্থ। আজ তাঁর মামলাটির শুনানি রয়েছে। আদালত কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

আলিপুরদুয়ারে অভিষেক

পঞ্চায়েত ভোটের প্রচারে আজ আলিপুরদুয়ার যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর জনসভা করার কথা রয়েছে। অভিষেক কী বলেন নজর থাকবে সেই খবরের দিকে।

মমতা কেমন আছেন?

গত মঙ্গলবার কপ্টার বিভ্রাটে পা এবং কোমরে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এমআরআই করা হয়েছে। পরের দিন বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেছেন। তাঁর ফিজিওথেরাপি করানো হয়েছে। এখন বাড়িতে বিশ্রামেই রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি কেমন থাকেন নজর থাকবে সে দিকে।

সুকান্তের সাংবাদিক বৈঠক

পঞ্চায়েত ভোট-সহ রাজ্যের একাধিক রাজনৈতিক বিষয় নিয়ে আজ সাংবাদিক বৈঠক করছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিকেল ৩টের সময় কলকাতার প্রেস ক্লাবে তাঁর এই বৈঠকটি হওয়ার কথা। সুকান্ত কী বলেন সে দিকে নজর থাকবে।

কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু

আজ থেকে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। রাজ্যের ৫০৯টি কলেজে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। আজ নজর থাকবে এই খবরের দিকে।

পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যের আইনশৃঙ্খলা

পঞ্চায়েত ভোট ঘিরে রাজ্যে বেশ কিছু জায়গায় অশান্তি লেগেই রয়েছে। কিছু রাজনৈতিক সংঘর্ষ চলছে। এই অবস্থায় ভোট ঘিরে আজ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিকেও নজর থাকবে।

রাজ্যের কোথাও আর কেন্দ্রীয় বাহিনী এল কি না

কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো রাজ্যের এক দফা পঞ্চায়েত ভোটে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। প্রথমে ২২ কোম্পানি এবং দ্বিতীয় ক্ষেপে ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানায় রাজ্য নির্বাচন কমিশন। ২২ জেলায় ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কমিশন এবং সেনা সূত্রে খবর, ৩১৫ কোম্পানির মধ্যে শুক্রবার পর্যন্ত ১০০ কোম্পানির কাছাকাছি বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। ধাপে ধাপে রবিবারের মধ্যে বাকি বাহিনীর সবটা এসে পৌঁছনোর কথা। এই অবস্থায় আজ রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী এল সে দিকে নজর থাকবে।

অ্যাশেজ: ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, চতুর্থ দিন

আজ অ্যাশেজে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। বিকেল সাড়ে ৩টে থেকে খেলাটি শুরু হবে। তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলার দিকে নজর থাকবে।

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সেমিফাইনাল: ভারত-লেবানন

আজ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সেমিফাইনাল ম্যাচ রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভারত বনাম লেবাননের খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

মণিপুরের পরিস্থিতি

দু’মাসের বেশি সময় ধরে উত্তেজনা অব্যাহত মণিপুরে। সে রাজ্যে গোষ্ঠী সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহেই গুলিতে এক মহিলা-সহ তিন জনের প্রাণ গিয়েছে। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও অশান্তি সেখানে কিছুতেই থামছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে সেনাও বিক্ষোভের মুখে পড়েছে। এই অবস্থায় মণিপুরের পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

বিভিন্ন রাজ্যে বৃষ্টি বিপর্যয়

হিমাচল প্রদেশ, অসম, গুজরাত, মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্যে প্রবল বৃষ্টির ফলে বিপর্যয় তৈরি হয়েছে। সেখানকার পরিস্থিতির দিকে আজ নজর থাকবে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজও রাজ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ গোটা রাজ্যে হালকা বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত আরও খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এ বার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। এই তদন্তের অগ্রগতির দিকে আজ নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

News of the Day CV Ananda Bose Mamata Banerjee Sports
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy