Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Coal Scam

আবার নোটিস! কয়লা-কাণ্ডে লালাকে পেতে মরিয়া সিবিআই

অনুপ মাঝির সঙ্গে ইসিএল, রেল এবং সিআইএসএফ-এর একাংশের কর্মীদের সঙ্গে আঁতাত করে বেআইনি ভাবে কয়লা পাচারে যুক্ত ছিল বলে জানতে পেরেছে সিবিআই।

অনুপ মাঝির সঙ্গে ইসিএল, রেল এবং সিআইএসএফ-এর একাংশের কর্মীদের সঙ্গে আঁতাত করে বেআইনি ভাবে কয়লা পাচারে যুক্ত ছিল বলে জানতে পেরেছে সিবিআই।  গ্রাফিক: শৌভিক দেবনাথ

অনুপ মাঝির সঙ্গে ইসিএল, রেল এবং সিআইএসএফ-এর একাংশের কর্মীদের সঙ্গে আঁতাত করে বেআইনি ভাবে কয়লা পাচারে যুক্ত ছিল বলে জানতে পেরেছে সিবিআই। গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ১৯:৩৪
Share: Save:

কয়লা মামলায় ফের অনুপ মাঝি ওরফে লালার বাড়িতে সিবিআইয়ের নোটিস। কয়লা-কাণ্ড সামনে আসতেই অনুপ মাঝির খোঁজ শুরু করে সিবিআই। তাঁকে দু’বার নোটিস দিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তার পরেওলালা তলব এড়িয়ে যান। শুক্রবার সল্টলেকে লালার বাড়িতে যান কেন্দ্রীয় গোয়েন্দারা। পরিবারের কেউ সেখানে ছিলেন না। কাউকে না পেয়ে বাড়ির দরজাতেই তৃতীয় নোটিস সাঁটিয়ে দেয় সিবিআই। তাতে বলা হয়েছে, ২১ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজির হতে বলা হয়েছে।

অনুপ মাঝির সঙ্গে ইসিএল, রেল এবং সিআইএসএফ-এর একাংশের কর্মীদের সঙ্গে আঁতাত করে বেআইনি ভাবে কয়লা পাচারে যুক্ত ছিল বলে জানতে পেরেছে সিবিআই। বেশ কয়েকজনের নামও ইতিমধ্যে উঠে এসেছে। রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি অভিযানও চালায়। তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন: সোমবার সশরীরে স্পিকার সকাশে শুভেন্দু, শনিবার যোগদান পাকা

সিবিআইয়ের গোয়েন্দারা মনে করছেন, লালাকে জেরা করতে পারলে আরও কিছু তথ্য উঠে আসতে পারে। এ দিকে পরিস্থিতি বেগতিক দেখে সপরিবার গা ঢাকা দিয়েছেন লালা।

আরও পড়ুন: শুভেন্দুর ইস্তফা গ্রহণ করলেন না স্পিকার, সোমবার হাজিরার নির্দেশ

অন্য বিষয়গুলি:

Coal Scam Anup Majhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE