বৃহস্পতিবার যা হয়েছে তা ছিল ‘নারকীয় তাণ্ডব’। পুলিশ আগাগোড়া ‘ভাল’ কাজ করেছে। এই দুই বাক্যেই বৃহস্পতিবারের কৃষক সভার নবান্ন অভিযানকে বিশ্লেষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়। সেই সভাতেই পুলিশকে দরাজ সার্টিফিকেট দেন তিনি। তিনি বলেন, ‘‘আমি পুলিশকে বলেছিলাম মাথা ঠান্ডা রাখতে। পুলিশ সৌজন্য দেখিয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে হাত জোড় করে কথা বলেছেন।’’ পুলিশকে সার্টিফিকেট দেওয়ার বামেদের পাশাপাশি কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। জানান, বাম জমানায় তাঁদেরকে রাস্তায় ফেলে মারধর করা হত।
বামেদের হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। ২ সেপ্টেম্বর সাধারণ ধর্মঘটের মোকাবিলা করতেও তিনি প্রস্তুত বলে জানান। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এ দিন তিনি বলেন, ‘‘ধর্মঘট বরদাস্ত করবেন না বলেছেন। এটা তো প্রধানমন্ত্রী আর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের কণ্ঠস্বর! বিজেপি শাসিত রাজ্যগুলি শ্রমিকদের অধিকার কেড়ে নিতে চাইছে, আর এ রাজ্যে উনি চাইছেন। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি, এ সব উপেক্ষা করে মানুষ ধর্মঘট সফল করবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy