চিন্তামগ্ন: পৈলানে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। ছবি: বিশ্বনাথ বণিক
জেলায় জেলায় ‘দুর্নীতিগ্রস্ত’ ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার নজরদারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু হঠাৎ তাঁদের বিরুদ্ধে উষ্মা প্রকাশ কেন করলেন মমতা?
সোমবার পৈলানে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস ভূমি ও ভূমি রাজস্ব অফিসারদের বিরুদ্ধে মুখ খোলেন। জানান, মহেশতলায় বজবজ ট্রাঙ্ক রোডের উপরে উড়ালপুল তৈরি হচ্ছে। রাস্তার পাশের নিকাশি নালা বন্ধ হয়ে গিয়েছে। সরকারের জমি ভূমি রাজস্ব দফতরের কর্মীরা রায়তি সম্পত্তি হিসাবে দেখিয়ে দিয়েছেন। দুলালবাবুর অভিযোগ, বেআইনি ভাবে নথি তৈরি করে জমির চরিত্র বদল করা হয়েছে। যার জেরে এলাকায় নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
এ পর্যন্ত শুনেই ক্ষিপ্ত হয়ে উঠেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘‘প্রায় সব জেলা থেকেই ভূমি রাজস্ব দফতরের বিরুদ্ধে নানা বেআইনি কার্যকলাপের অভিযোগ আসছে। আর্থিক দুর্নীতির অভিযোগ করা হচ্ছে।’’ মুখ্যসচিব মলয় দে-কে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘‘আপনি দুর্নীতি দমন শাখার মাধ্যমে ওই অফিসারদের উপরে নজরদারির ব্যবস্থা করুন।’’ মমতা জানান, ঠিক সময়ে কাজ না করলেও ‘সময় সাথী’ প্রকল্প অনুযায়ী ওই অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মামলা দায়ের করে তদন্ত করতে হবে।
আরও পড়ুন: আর্সেনিক বিষ সত্ত্বেও নলকূপে ভরসা মমতার
মুখ্যসচিব উপস্থিত ভূমি রাজস্ব দফতরের কর্তাদের বলেন, ‘‘অফিসে কাজের তালিকা ঝুলিয়ে দিন। কোন কাজ কত দিনে, কী ভাবে করা হচ্ছে— তার উপরে নজরদারি করুন।’’
মুখ্যমন্ত্রী অফিসারদের পাশাপাশি বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধিদেরও ‘সময় সাথী’ প্রকল্পে অভিযোগ দায়ের করার পরামর্শ দিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy