Advertisement
০২ নভেম্বর ২০২৪

ফের সোনা প্রতারণায় ধৃত পুলিশ

সোনা প্রতারণা মামলায় শুক্রবার এএসআই দেবাশিস দাসকে গ্রেফতার করল সিআইডি। ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রাক্তন মোটর ট্রান্সপোর্ট অফিসার, বর্তমানে ‘ক্লোজড’ দেবাশিসকে এ দিন ভবানী ভবনে ডাকা হয়। জেরার পরে রাতে গ্রেফতার করা হয়।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:১২
Share: Save:

সোনা প্রতারণা মামলায় শুক্রবার এএসআই দেবাশিস দাসকে গ্রেফতার করল সিআইডি। ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রাক্তন মোটর ট্রান্সপোর্ট অফিসার, বর্তমানে ‘ক্লোজড’ দেবাশিসকে এ দিন ভবানী ভবনে ডাকা হয়। জেরার পরে রাতে গ্রেফতার করা হয়। ওই মামলায় সোনা ব্যবসায়ী বিমল ঘোড়ই, ঘাটালের প্রাক্তন ওসি চিত্ত পাল, প্রাক্তন সিআই শুভঙ্কর দে-কে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। চিত্ত পাল এবং শুভঙ্কর দে-কে এ দিন পাঁচ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল আদালত। আর এক অভিযুক্ত রাজমঙ্গল সিংহের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

এ দিনও প্রাক্তন আইপিএস ভারতীর বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে। বিশ্বনাথপুরের বাদাড় গ্রামের বাসিন্দা ভারতী সামন্ত জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগে জানান, ২০১৭-র ২১ জুলাই কয়েক জন তাঁকে মারধর করে, ঘরবাড়ি লুঠ হয়। অভিযোগ, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি থানায় গেলেও বিচার পাননি। তখন এসপি ছিলেন ভারতী।

কেশপুরের রঞ্জিত মাঝির অভিযোগ, অক্টোবরে তাঁর দুই ছেলে স্বরূপ ও সৌমেন দুই বন্ধুকে নিয়ে মুম্বই থেকে বাড়ি ফিরছিলেন। খড়্গপুর থেকে ফেরার পথে পুলিশের একটি দল পথ আটকায়। অভিযোগ, পুলিশ থানায় নিয়ে গিয়ে টাকা চেয়েছিল। ‘ম্যাডামের’ নির্দেশে টাকা চাওয়া হচ্ছে বলে দাবি করেছিল পুলিশ। মুম্বই থেকে যে তিন জন কেশপুরে ফিরছিলেন তাঁদের একজন পরমানন্দ দাস। এ দিন জেলা পুলিশ সুপারের দফতরে অভিযোগ জানান পরমানন্দের দাদা প্রভাস।

অন্য বিষয়গুলি:

Bhawani Bhawan CID police Gold Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE