আদালতে স্বস্তি কুণাল ঘোষের। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করে দিল এমপি-এমএলএ বিশেষ আদালত। সারদা-কাণ্ডের সাঁতরাগাছি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।
সোমবার এমপি-এমএলএ বিশেষ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানিয়ে দেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এই ধারাগুলি সংক্রান্ত কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তবে মামলার বাকি অংশের বিচার চলবে।
আরও পড়ুন:
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট, বাধা দেওয়া যাবে না বিদেশযাত্রাতেও
-
গরু পাচারের টাকা কোথায় যায়! জানতে বীরভূমের চার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চার কর্তাকে তলব করল সিবিআই
-
চার দিনের ভারত সফরে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হতে পারে সাত চুক্তি স্বাক্ষর
-
পরা ছিল না সিট বেল্ট, ন’মিনিটে পার হন ২০ কিমি রাস্তা! হাইওয়ে ধরে ‘উড়ছিল’ সাইরাসদের গাড়ি
কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত এই মামলা হাওড়া জেলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে চলে যাচ্ছে। সোমবার কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেছেন, ‘‘কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ব্যক্তিগত যা যা অভিযোগ এনেছিল, আদালত তা খারিজ করেছে। মামলার সামগ্রিক বিষয় নিয়ে বিচার চলবে। আপাতত মামলা ফিরে যাচ্ছে হাওড়া আদালতে।’’