Advertisement
০৩ নভেম্বর ২০২৪

ত্রাণে রাজ্যকে ৮৩৯ কোটি

গত বছরে রাজ্যে হওয়া বন্যা-ত্রাণে আজ ৮৩৯ কোটি ৮৫ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের পরে পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যের জন্য কেন্দ্রীয় অনুদান বরাদ্দ করা হয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:১৩
Share: Save:

গত বছরে রাজ্যে হওয়া বন্যা-ত্রাণে আজ ৮৩৯ কোটি ৮৫ লক্ষ টাকা মঞ্জুর করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির উপস্থিতিতে একটি উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকের পরে পশ্চিমবঙ্গ-সহ ৮টি রাজ্যের জন্য কেন্দ্রীয় অনুদান বরাদ্দ করা হয়। সব থেকে বেশি পেয়েছে বিহার, ১,৭১১ কোটি টাকা। বাংলাকে দেওয়া অর্থের অঙ্ক দেখে তৃণমূল ক্ষুব্ধ। তৃণমূলের মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘‘এ কি ভিক্ষা দেওয়া হচ্ছে?’’ বিষয়টি নিয়ে সংসদে সরব হওয়ার কথা ভাবছে তৃণমূল। গত অগস্টে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সেই মাস পর্যন্ত বন্যা মোকাবিলায় ১৪ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। বন্যার প্রকোপ চলে সেপ্টেম্বর পর্যন্ত। ফলে আরও কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছিল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE