Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিদেশি মুদ্রা-সহ জালে পড়ল সাত

শুল্ক দফতর সূত্রের খবর, সাত যুবকই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। তবে তাঁরা কেউ কাউকে চেনে না বলেই দাবি করছে। এঁদের কাছ থেকে ডলার, ইউরো, রিয়েল এবং ইয়েন মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪৩
Share: Save:

কিছু ক্ষণের মধ্যেই কলকাতা ছেড়ে ব্যাঙ্ককের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল বিমানের। শুক্রবার রাতে তার আগে আচমকা হানা দিয়ে সাত জন যুবকের ব্যাগ থেকে প্রচুর বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় শুল্ক দফতর। ভারতীয় মুদ্রায় যার মূল্য ২ কোটি ২৪ লক্ষ টাকা। এর মধ্যে তিন জনের কাছে ২০ লক্ষ টাকার কম বিদেশি মুদ্রা থাকায় তাঁদের গ্রেফতার করা হয়নি। শনিবার চার জনকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

শুল্ক দফতর সূত্রের খবর, সাত যুবকই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা। তবে তাঁরা কেউ কাউকে চেনে না বলেই দাবি করছে। এঁদের কাছ থেকে ডলার, ইউরো, রিয়েল এবং ইয়েন মিলেছে।

শুল্ক দফতর সূত্রের খবর, শুক্রবার রাতে সাত জন পিঠে ব্যাগ নিয়ে বিমানে উঠে গিয়েছিলেন। সে সময় খবর মেলে, ওই বিমানে বিদেশি মুদ্রা পাচার হচ্ছে। সেই সূত্র ধরে সাত জনকে চিহ্নিত করে তল্লাশি হয়। প্রথমে কিছু না মিললেও পরে দেখা যায়, ব্যাগের ভিতরে আলাদা সেলাই করে পকেট তৈরি করা হয়েছে। তার ভিতরেই বিদেশি মুদ্রা লুকনো রয়েছে। ‘‘এমন ভাবে সেলাই করা হয়েছিল যে চট করে ধরা অসম্ভব,’’ মন্তব্য এক শুল্ক কর্তার।

জেরায় ওই যুবকেরা দাবি করেছেন, ব্যাঙ্ককে পৌঁছলে পাচারকারীরা নিজেরাই যোগাযোগ করে নেবে বলে নির্দেশ দেওয়া হয়েছিল। এর বেশি তাঁরা কিছু জানে না। তবে কারা টাকা পাচার করছিল সে ব্যাপারে কিছু সূত্র মিলেছে। সেগুলির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে শুল্ক দফতরের দাবি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE