দশম শ্রেণির সিবিএসই পরীক্ষা খোলা মনে দেওয়ার সাহস জোগাতেই তা দু’দফায় দেওয়ার সুযোগ চালু করতে চাইছেন কর্তৃপক্ষ। প্রথম বারে কেউ তত ভাল করতে না পারলে ফের দ্বিতীয় দফায় পরীক্ষায় বসতে পারবে। আগামী বছর, ২০২৬ থেকে এই ব্যবস্থা চালু করতে চাইছে বোর্ড।
তবে একজন পরীক্ষার্থী দু’টো পরীক্ষাই দেবে কি না তা পরীক্ষার জন্য নাম নথিভুক্তিকরণের সময়েই ঠিক করতে হবে। কেউ দু’টি পরীক্ষা দিলে দু’টি পরীক্ষার টাকাই তাকে ভরতে হবে। পরে যদি তার মনে হয়, দ্বিতীয়টি পরীক্ষাটি দেওয়ার দরকার নেই, তখন কিন্তু দ্বিতীয় পরীক্ষার ‘ফি’ সে আর ফেরত পাবে না। তবে প্রথম পর্বের পরীক্ষা সবাইকেই দিতে হবে। শুধু ক্রীড়াবিদ পড়ুয়ারা প্রথম পরীক্ষা না দিয়ে দ্বিতীয় পরীক্ষা দিতে পারবে। প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের একই পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে হবে।
আগামী বছর দশম এবং দ্বাদশ শ্রেণির দু’টি বোর্ডের পরীক্ষাই ১৫ ফেব্রুয়ারির পরে প্রথম মঙ্গলবার শুরু হবে। দশম শ্রেণি বোর্ডের পরীক্ষার জন্য ২৬.৬০ লক্ষ পরীক্ষার্থী নাম লিখিয়েছে এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য ২০ লাখের মতো পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন।
একজন পড়ুয়া দশম শ্রেণিতে স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স ও হায়ার ম্যাথমেটিক্স এর মধ্যে যে কোনও একটা বেছে নিতে পারবে। সিবিএসই-র খসড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থী মুখস্থ না করে বিষয়টিকে বুঝে পড়ে এলে ভাল উত্তর লিখতে পারবে। প্রশ্ন এমসিকিউ এবং বিস্তারিত প্রশ্নে ভাগ করা হয়েছে। দশম শ্রেণির ক্লাসের পরীক্ষা স্কুলগুলি সিমেস্টার পদ্ধতিতে নিতে পারে। স্কুলগুলিকে এমন ভাবে পড়াশোনা করাতে হবে যাতে পড়ুয়াদের ‘প্রাইভেট টিউশন’ নির্ভরতা কমে। আগামী ৯ মার্চের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মতামত পাঠাতে হবে। এর পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সিবিএসই কর্তৃপক্ষ।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)