সারদাকর্তা সুদীপ্ত সেনের বিরুদ্ধে চলা কতগুলি মামলা এখনও বিচারাধীন রয়েছে, রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চের নির্দেশ, চার সপ্তাহের মধ্যে রাজ্যকে ওই বিষয়ে রিপোর্ট দিতে হবে। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো সুদীপ্তের একটি চিঠির ভিত্তিতে যে মামলা হয়েছিল, তার শুনানিতেই এ কথা জানিয়েছে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
২০১৩ সালে গ্রেফতার হন সুদীপ্ত। সেই থেকেই তিনি জেলবন্দি। তাঁর বিরুদ্ধে বহু মামলা হয়েছে। বেশ কিছু মামলায় জামিনও পেয়ে গিয়েছেন তিনি। ২০২০ সালে সুদীপ্ত প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কারা দফতর মারফত কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি ১৮ পাতার চিঠি জমা দিয়েছিলেন। সেখানে তিনি জানান, আমানতকারীদের কাছ থেকে নেওয়া কোটি কোটি টাকা কী ভাবে ‘লুট’ হয়। বিরোধী দলের কয়েক জন নেতা এবং তাঁর নিজের সংস্থার কয়েক জন কর্মী কী ভাবে টাকা নিয়েছিলেন, তা-ও জানিয়েছিলেন সুদীপ্ত। সেই চিঠি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল বিধাননগরের এমপি-এমএলএ আদালত। বৃহস্পতিবার সেই চিঠির প্রেক্ষিতে হওয়া মামলার শুনানিতে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।
আরও পড়ুন:
২০২৪ সালে সুদীপ্ত জেল থেকে সরাসরি আদালতে আর্জিপত্র (প্রিজ়নার্স পিটিশন) দাখিল করেছিলেন। তার পরেই কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ বিষয়টিতে হস্তক্ষেপ করে। ‘প্রিজ়নার্স পিটিশন’-এ সুদীপ্ত উল্লেখ করেছিলেন যে, তাঁর হয়ে কোনও আইনজীবীও নেই। তার পরে আইনজীবী নিয়োগ করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। এ বার হাই কোর্ট নির্দেশ দিল, সুদীপ্তের বিরুদ্ধে কতগুলি মামলা বিচারাধীন, তা জানাতে হবে রাজ্যকে।