Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Calcutta High Court

২০১৪ সালের টেটে উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দিক পর্ষদ, নির্দেশ বিচারপতি সিংহের

বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাঁরা ভর্তি হতে পারবেন ডিএলএড কোর্সে।

—ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৯:৩৩
Share: Save:

২০১৪ সালের টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রশিক্ষণে অনুমতি দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহ নির্দেশ দেন, চলতি শিক্ষাবর্ষে ওই শিক্ষকদের প্রশিক্ষণের সুযোগ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তাঁরা ভর্তি হতে পারবেন ডিএলএড কোর্সে।

২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকের দু’টি নিয়োগ প্রক্রিয়া হয়। ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ায় অনেকে ডিএলএড কোর্স না করেই চাকরি পেয়েছিলেন। পরে শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা হিসাবে ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক করে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ (এনসিটিই)। তাদের নিয়ম মোতাবেক, প্রশিক্ষণ না নিয়ে চাকরি পেয়েছেন, এমন শিক্ষকদের চাকরির পাঁচ বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। কিন্তু এত দিনেও ওই প্রশিক্ষণ নিয়ে পর্ষদ আগ্রহ দেখায়নি বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়। রাজ্যে কয়েক হাজার এমন প্রশিক্ষণহীন শিক্ষক রয়েছেন বলে দাবি করেন মামলাকারী। বৃহস্পতিবার সেই মামলায় বিচারপতি সিংহ জানান, প্রশিক্ষণহীন শিক্ষকদের প্রশিক্ষণের অনুমতি দিতে হবে পর্ষদকে।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE