—প্রতীকী ছবি।
এক লক্ষেরও বেশি কনডোমের প্যাকেট, দু’লক্ষের বেশি আলু ভুজিয়া, হাজার হাজার জলের বোতল এবং হজমের ওষুধ! বর্ষবরণের রাতে ভারতীয়দের হাতে তুলে দিয়েছে এক জনপ্রিয় ই-কমার্স সংস্থা। সমাজমাধ্যমে তেমনটাই জানিয়েছেন ওই সংস্থার সিইও অলবিন্দর ধিন্ডসা। আলবিন্দর এ-ও জানিয়েছেন, এ সবের মধ্যে সবচেয়ে বড় অর্ডারটি ঢুকেছিল কলকাতা থেকেই। সেই একটি অর্ডারে ৬৪,৯৮৮ টাকার জিনিসপত্র ডেলিভারি করা হয়েছে।
অলবিন্দরের সংস্থা বর্তমানে ভারতের বহুল ব্যবহৃত একটি ই-কমার্স সংস্থা। কী কী অর্ডার করে দেশের মানুষ বর্ষবরণের রাত উদ্যাপন করেছেন, সেই তথ্য সংস্থার তরফে প্রকাশ্যে আনা হয়েছে বুধবার সকালে। সংস্থার তরফে জানানো হয়েছে, বর্ষবরণ পালন করতে ভারতীয়েরা শুধু ভাজাভুজি এবং কোল্ড ড্রিঙ্কসই অর্ডার করেননি। প্রচুর পরিমাণ কনডোম, হজমের ওষুধ এবং অন্যান্য জিনিসেরও অর্ডার দিয়েছেন। উদাহরণস্বরূপ, সংস্থার মাধ্যমে একটি বিশেষ হজমের ওষুধের ২,৪৩৪টি প্যাকেট অর্ডার করা হয়েছে মঙ্গলবার রাতে। কনডোম অর্ডার করা হয়েছে এক লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট। জলের বোতল অর্ডার করা হয়েছে ৪৫ হাজার ৫৩১টি। রাত ১০টার আগেই কনডোমের প্যাকেটগুলি অর্ডার করা হয়েছিল বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
অলবিন্দর জানিয়েছেন, প্রচুর পরিমাণে লেবু, বরফ, চিপ্স, লাইটার এবং লিপস্টিকের অর্ডার দিয়েও ২০২৫ সালকে স্বাগত জানিয়েছেন ভারতীয়েরা। তিনি এ-ও জানিয়েছেন, সবচেয়ে বড় অর্ডারটি ঢুকেছিল ৬৪,৯৮৮ টাকার। এবং সেই অর্ডার করা হয়েছিল কলকাতা থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy