সারদা গোষ্ঠীর আমানতকারীদের টাকা কিছুটা অন্তত ফিরিয়ে দিতে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনকে নিয়ে গড়া হয়েছিল কমিশন। এ বার অর্থ লগ্নি সংস্থা এমপিএসের লগ্নিকারীদের টাকা ফেরানোর জন্য বিশেষ কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) জয়ন্ত মিত্রকে জানান ওই কমিটির মাথায় থাকছেন কলকাতা হাইকোর্টেরই অবসরপ্রাপ্ত বিচারপতি শৈলেন্দ্রপ্রসাদ তালুকদার। কমিটি কাজ করবে হাইকোর্টের তত্ত্বাবধানে। কমিটির খরচ দেবে রাজ্য সরকার।
ডিভিশন বেঞ্চের নির্দেশ, কমিটি কী ভাবে কাজ করবে, তাদের লোকবল কত হবে— এ বিষয়ে এজি জয়ন্তবাবু ও এমপিএসের লগ্নিকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যেরা একত্রে বসে প্রস্তাব তৈরি করুন। মঙ্গলবার সেটি দেখে হাইকোর্ট পরবর্তী নির্দেশ দেবে। বিচারপতি তালুকদার রাতে বলেন, ‘‘কমিটির বিষয়টি সংবাদমাধ্যমেই জেনেছি। আগে সরকারি ভাবে আমায় বলা হোক। তার পরে যা করার করব।’’
এমপিএসের আইনজীবী শ্রীজীব চক্রবর্তী জানান, সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরত দিতেও তাঁদের আপত্তি নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy