Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Teacher

Calcutta High Court: বদলির জন্য সওয়া লক্ষ টাকা ঘুষ দাবি স্কুলশিক্ষকের কাছে, মামলা হাই কোর্টে

অডিয়োটি শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত ভাবে আদালতে বয়ান পেশ করতে হবে।

কলকাতা হাই কোর্ট।

কলকাতা হাই কোর্ট। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১৮:০২
Share: Save:

বদলি নিতে হলে দিতে হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা ঘুষ! পশ্চিম মেদিনীপুরের এক স্কুল শিক্ষকের কাছে স্কুলের পরিচালন সমিতির এক সদস্য এমনই দাবি করেছিলেন বলে অভিযোগ। এজলাসে সেই কথোপকথনের অডিয়ো শুনে আবেদনকারী শিক্ষক এবং পরিচালন সমিতির সদস্যের ফোনে কথোপকথন বয়ান হলফনামা আকারে চাইল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, ওই অডিয়োর ব্যাপারে দু’পক্ষকেই হলফনামা জমা দিতে হবে।

ঘাটাল মহকুমার মনসুকার লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত গণেশ রজক বদলির আবেদন করেছিলেন। প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়। পরে এক জন মধ্যস্থতাকারীর মাধ্যমে পরিচালন সমিতির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা হয় ওই শিক্ষকের। ফোনে হওয়া সেই কথোপকথন রেকর্ডে শোনা যাচ্ছে, ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করছেন অসিত। তিনি বলছেন, ‘‘এর আগে যাঁরা বদলি নিয়েছেন তাঁরাও টাকা দিয়ে গিয়েছেন।’’ (আনন্দবাজার অনলাইন ওই অডিয়োর সত্যতা যাচাই করেনি)।

অডিয়োটি শুনে বিচারপতি গঙ্গোপাধ্যায় বুধবার নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে লিখিত ভাবে আদালতে বয়ান পেশ করতে হবে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হবে। আবেদনকারী পক্ষের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন, ‘‘আমরা আদালতের কাছে অডিয়ো পেশ করেছি। আমার মক্কেলের বাবা চোখে দেখতে পান না। তাঁর মা অসুস্থ। ১৩৫ কিলোমিটার দূরের স্কুলে যেতে সমস্যা হত। সেই কারণে বদলি চাওয়া হয়েছিল।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE