গভীর রাতে কলকাতার রাস্তায় দেহ উদ্ধার। মঙ্গলবার রিজেন্ট পার্ক থানা এলাকায় টেকনিশিয়ান স্টুডিয়োর সামনের রাস্তা থেকে এক যুবকের দেহ উদ্ধার করা হয়। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুপ মণ্ডল। বয়স ৩০-এর কোঠায়। হরিদেবপুরের মণ্ডলপাড়া এলাকার বাদামতলায় থাকতেন তিনি। অরিন্দম সেন নামে এক প্রবীণ আইনজীবীর অধীনে কাজ করতেন অনুপ। মঙ্গলবার রাত প্রায় ৩টে নাগাদ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্কে উত্তমকুমার সরণির উপরে তাঁর দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। যুবকের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল। পাশেই পড়েছিল তাঁর হেলমেটটি। অথচ সঙ্গে কোনও বাইক ছিল না। যুবককে তড়িঘড়ি উদ্ধার করে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশেও।
আরও পড়ুন:
কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে খুন করা হয়েছে, না কোনও দুর্ঘটনার কারণে মৃত্যু, তা নিয়ে এখনও ধন্দে তদন্তকারীরা। ঘটনার নেপথ্যে আসল কারণ জানতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।