Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Ashoke lahiri

Bengal Politics: মুকুল-অশোক লড়াই সম্ভাবনা বিধানসভায়, পিএসি চেয়ারম্যান পদ নিয়ে যুদ্ধের আবহ

অশোক লাহিড়িকে পিএসি-র চেয়ারম্যান পদে চেয়ে অধ্যক্ষকে আলাদা করে চিঠি দিলেও বিজেপি কমিটির সদস্য হিসেবে ছয় বিধায়কের নাম জমা দিয়েছে

মুকুল রায় ও অশোক লাহিড়ি

মুকুল রায় ও অশোক লাহিড়ি ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১৯:০১
Share: Save:

এক দিকে তৃণমূলের পছন্দ মুকুল রায়। অন্য দিকে, বিজেপি-র পছন্দ অশোক লাহিড়ি। ফলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদ নিয়ে রীতিমতো লড়াইয়ে তৃণমূল ও বিজেপি। খাতায়কলমে দু’জনেই বিজেপি-র টিকিটে বিধায়ক হলেও মুকুল এখন তৃণমূলে। বিধানসভার এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে বুধবারই মুকুলের মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল। শাসক দল সূত্রে খবর, মুকুলকে পিএসি-র চেয়ারম্যান পদেই চায় তারা। অন্য দিকে, পিএসি-র সদস্য হিসেবে বিজেপি জমা দিয়েছে ৬ বিধায়কের নাম। তার মধ্যে আলাদা করে অশোককে চেয়ারম্যান করতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছে বিজেপি পরিষদীয় দল। এর ফলে ‘মুকুল বনাম অশোক’ লড়াইয়ের আবহ তৈরি হয়েছে বিধানসভায়। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘দলত্যাগ করা মুকুল রায়ের বিধায়ক পদই বেশি দিন থাকবে না। তার পরে তো পিএসি-র চেয়ারম্যান হওয়ার প্রশ্ন।’’

বালুরঘাটের বিধায়ক অর্থনীতিবিদ অশোককে পিএসি-র চেয়ারম্যান পদে চেয়ে আলাদা করে বিজেপি চিঠি দিলেও ওই কমিটির সদস্য হিসেবে ছয় বিধায়কের নাম জমা দিয়েছে তারা। সেই তালিকায় অশোকের পাশাপাশি শুভেন্দুর নামও রয়েছে। তালিকায় থাকা বাকি চার বিধায়ক হলেন নিখিল দে, বঙ্কিম ঘোষ, বিবেকানন্দ বাউড়ি ও অম্বিকা রায়।‌

তবে বিধানসভার নিয়ম অনুযায়ী পিএসি-র চেয়ারম্যান মনোনয়নের দায়িত্ব একক ভাবে স্পিকারের হাতেই। সাধারণত বিরোধী দলের বিধায়ককে এই কমিটির মাথায় বসানো হলেও সেটা রীতি মাত্র, নিয়ম নয়। আবার বরাবর শাসক ও বিরোধীদের পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই সেটা ঠিক হয়। তবে এ বার সেই পরিবেশ থাকবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। মুকুল যে বিধায়ক পদ ধরে রেখে পিএসি-র চেয়ারম্যান পদের দাবিদার হতে পারেন এমন সম্ভাবনার কথা আগেই লেখা হয়েছিল আনন্দবাজার অনলাইনে। একই সঙ্গে বিজেপি যে ওই পদে প্রথম থেকেই অশোক লাহিড়ির কথা ভেবে এসেছে তা-ও অনেক আগেই লেখা হয়েছিল। এ বার কি তবে সত্যিই দুই দাবিদারের লড়াই দেখা যাবে! এমন জল্পনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূল এখনও এ নিয়ে কোনও মন্তব্য না করলেও শুভেন্দু জানিয়েছেন, স্পিকার সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আস্থা রাখছে বিজেপি।

এখনও পর্যন্ত যা খবর, তাতে পিএসি বাদ দিয়ে ১০টি কমিটি বিজেপি-র হাতে দিতে রাজি শাসকদল। যদিও অতীতের দৃষ্টান্ত দেখিয়ে গেরুয়া শিবির চাইছে পিএসি-সহ সব চেয়ে গুরুত্বপূর্ণ অন্তত ১৪টি কমিটি। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। যার মধ্যে ২৬টি স্ট্যান্ডিং কমিটি এবং ১৫টি অ্যাসেম্বলি কমিটি। নিয়ম অনুযায়ী, বিধানসভার ৪১টি কমিটির মধ্যে পিএসি-সহ চারটির সদস্য হন বিধায়কদের ভোটে ‘নির্বাচিত’ বিধায়করা। বাকি তিনটি কমিটি হল পাবলিক আন্ডারস্ট্যান্ডিং কমিটি (পিইউসি), এস্টিমেট কমিটি (ইসি) এবং লোকাল ফান্ড কমিটি (এলএফসি)। বিধায়কদের ভোটে নির্বাচিত বিধায়কদের মধ্যে থেকে ওই চার কমিটির চেয়ারম্যান ঠিক করেন স্পিকার। সুতরাং, চেয়ারম্যান পদের মনোনয়নের ভার কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতেই। সূত্রের দাবি, তৃণমূল চাইছে, চারটি কমিটির মাথাতেই থাকুন তাদের দলের বিধায়ক। মুকুল খাতায়কলমে বিজেপি-র বিধায়ক হলেও তিনি এখন সর্বার্থেই তৃণমূলের।

অন্য বিষয়গুলি:

BJP Ashoke lahiri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy