Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Civic Polls

BJP: বাঁকুড়া পুরভোটে প্রার্থী খুঁজতে ড্রপ বক্স বসাবে বিজেপি, বিরোধীদের ‘দুর্বল’ বলে খোঁচা তৃণমূলের

বিজেপি-র দাবি, প্রার্থী হিসাবে ১২৯ জন ইচ্ছুক কর্মীর নাম উঠেছে। অন্য কোনও ব্যক্তি প্রার্থী হতে চান কি না, তা জানতেই এ সিদ্ধান্ত।

সাংবাদিক সম্মেলনে বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব।

সাংবাদিক সম্মেলনে বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ১৮:১১
Share: Save:

বাঁকুড়া পুরসভার নির্বাচনে যোগ্য তথা স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী খুঁজতে এ বার ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত নিল জেলা বিজেপি। রবিবার থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বিজেপি-র বাঁকুড়া জেলা কার্যালয়ে রাখা থাকবে এই ড্রপ বক্স। বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য ওই ড্রপ বক্সে নিজেদের আবেদনপত্র জমা করতে পারবেন ইচ্ছুকেরা।

বিজেপি-র দাবি, বাঁকুড়া পুরভোটে প্রার্থী হিসাবে ইতিমধ্যেই ১২৯ জন ইচ্ছুক দলীয় কর্মীর নাম উঠে এসেছে। তবে এর বাইরেও বিজেপি-র মতাদর্শে বিশ্বাসী কোনও ব্যক্তি প্রার্থী হতে চান কি না, তা জানতেই ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। শাসকদলের পাল্টা দাবি, পুরভোটের প্রার্থী খুঁজে না পেয়েই শেষ পর্যন্ত ড্রপ বক্সের আশ্রয় নিতে হয়েছে বিজেপি-কে।

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রীশেখর দানা জানিয়েছিলেন, এই পুরভোটের প্রায় সব আসনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে বিজেপি-র বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি বিবেকানন্দ পাত্র বলেন, “কয়েকটি আসনে দলীয় প্রার্থীর নাম মোটামুটি ভাবে উঠে এসেছে। তবে বেশ কয়েকটি আসনে তা এখনও স্থির হয়নি। ইতিমধ্যেই ১২৯ জন বিজেপি কর্মী ও বিভিন্ন স্তরের মানুষ বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আবেদন করেছেন। তাঁদের মধ্যে ৪২ জন মহিলা আবেদনকারীও রয়েছেন। এতেই প্রমাণিত যে, বিপুল সংখ্যক মানুষ বিজেপি-র প্রার্থী হতে আগ্রহী। আরও আবেদনপত্র নেওয়ার জন্য এই ড্রপ বক্সের ব্যবস্থা করেছি। আবেদনকারীদের মধ্যে থেকে স্বচ্ছ ভাবমূর্তি ও অন্যান্য বিষয় দেখে তাঁদের প্রার্থী হিসাবে নির্বাচন করা হবে। আমরা আশাবাদী, বাঁকুড়া পুরসভায় ২৪টি আসনেই জয়ী হব।”

যদিও এ ভাবে প্রার্থী বাছাইয়ের ব্যবস্থাকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের দাবি, “বিজেপি-র সাংগঠনিক পরিকাঠামো এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা বাঁকুড়া পুরভোটে লড়াই করার মতো প্রার্থীই খুঁজে পাচ্ছে না। তাই এ ব্যবস্থা করতে হয়েছে। খোঁজ নিলে দেখা যাবে, এই ড্রপ বক্সেও কেউ প্রার্থী হওয়ার আবেদন জমা দেননি।”

তবে ড্রপ বক্সের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত এই প্রথম নয়। বিজেপি-র রাজ্য সভাপতি হওয়ার পর এ ব্যবস্থা চালু করেছিলেন সুকান্ত মজুমদার। এর আগে কলকাতা এবং হাওড়া পুরভোটের জন্য আবেদনপত্র জমা নিতে ড্রপ বক্স বসিয়েছিল বিজেপি। যদিও হাওড়ার পুরভোট আপাতত স্থগিত হয়ে গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Civic Polls BJP TMC Drop Box Bankura Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy