Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪

আসন পিছু তিন, প্রস্তুতি বিজেপি-র

দলের রাজ্য দফতরে রবিবার রাজ্য পদাধিকারী, জেলা পর্যবেক্ষক এবং মোর্চা সভাপতিদের বৈঠকে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করে দিতে হবে একেবারে বুথ স্তর থেকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৯
Share: Save:

সদ্য উলুবেড়িয়া লোকসভা এবং নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারাই। উজ্জীবিত বিজেপি এ বার ঝাঁপাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে। দলের রাজ্য দফতরে রবিবার রাজ্য পদাধিকারী, জেলা পর্যবেক্ষক এবং মোর্চা সভাপতিদের বৈঠকে কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ জানিয়ে দিয়েছেন, পঞ্চায়েতের প্রস্তুতি শুরু করে দিতে হবে একেবারে বুথ স্তর থেকে। আগামী ৩০ মার্চের মধ্যে প্রতি কেন্দ্রে অন্তত তিন জন করে প্রার্থীর নাম তৈরি রাখতে হবে। যাতে শেষ মুহূর্তে প্রার্থী বাছতে গিয়ে হিমশিম খেতে না হয়।

বিজেপি-র একাংশের বক্তব্য, পঞ্চায়েত ভোটে যাঁরা প্রার্থী হতে পারেন না, তাঁদের ক্ষোভ সামলাতে এবং প্রয়োজনে অনেক সময় প্রার্থী বদলাতে প্রচুর সময় চলে যায়। তাই এ বার সেই সমস্যার মোকাবিলায় আগে থেকেই ঘর গোছাতে চাইছেন দলীয় নেতৃত্ব।

গোটা দেশেই বিজেপি-র সংগঠন এখন মূলত ‘বুথ আগলাও, ভোট বাড়াও’— এই সূত্র মেনে চলছে। এ রাজ্যের পঞ্চায়েত ভোটেও সেই সূত্র মেনেই কাজ করার নির্দেশ দিয়েছেন শিবপ্রকাশ। একই সঙ্গে এ দিনের বৈঠকে উলুবেড়িয়া এবং নোয়াপাড়ার উপনির্বাচনের ফলের বিশ্লেষণ হয়েছে। দলীয় সূত্রের খবর, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বৈঠকের শুরুতে বলেন, ওই দুই কেন্দ্রেও তৃণমূল ভোট ‘লুঠ’ করেছে। পুলিশ ছিল নীরব দর্শক। দলীয় সূত্রের খবর, শিবপ্রকাশ বলেছেন, ওই দু’টি কারণ ছাড়া আর কোন কোন কারণে বিজেপি হারল, তা খোঁজা দরকার। তার জন্য প্রয়োজনে আরও নিবিড় ভাবে বুথ স্তরের কর্মী এবং জনগণের সঙ্গে কথা বলা প্রয়োজন। বুথওয়াড়ি ফলের শুধু পরিসংখ্যান দিলে হবে না, চাই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। যেখান থেকে বোঝা যাবে, কোন বুথে বিজেপি কেন কম ভোট বা বেশি ভোট পেয়েছে।

দুই কেন্দ্রের উপনির্বাচনে সব বুথে পোলিং এজেন্টও দিতে পারেনি বিজেপি। অথচ গত ৯ মাস ধরে এ রাজ্যে বুথভিত্তিক সংগঠন মজবুত করাকেই সব চেয়ে জরুরি কাজ হিসাবে তুলে ধরেছিল তারা। তা হলে কেন সব বুথে এজেন্ট দেওয়া গেল না, সে প্রশ্নও এ দিন তুলেছেন শিবপ্রকাশ। তাঁর নির্দেশ, উপনির্বাচনে যে সব বুথে বিজেপি জিতেছে, সেগুলির সভাপতিদের সংবর্ধনা দিতে হবে। যাতে বাকিরা তা দেখে উৎসাহিত হন। বিজেপি-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) রামলাল শনিবার রাতে কলকাতায় এসে সদ্য অস্ত্রোপচার সেরে ওঠা দিলীপবাবুর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE