শুভেন্দু অধিকারী। —ফাইল ছবি।
যে সকল ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁদের জন্য নতুন একটি পোর্টাল খুলল বিজেপি। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে এই নতুন পোর্টালের বিষয়ে জানান। তাঁর দাবি, savedemocracywb.com নামের এই পোর্টালটিতে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ও সদ্য সমাপ্ত চারটি বিধানসভা উপনির্বাচনে যে সকল ভোটাররা ভোট দিতে পারেননি তাঁরা নিজেদের অভিযোগ জানাতে পারবেন। রবিবার রাজভবনের সামনে বিজেপির ধর্না কর্মসূচি চলাকালীন এই পোর্টাল চালু করার কথা জানিয়েছিলেন শুভেন্দু।
শুভেন্দু জানিয়েছেন, এই পোর্টালে যে সকল ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তাঁরা তাঁদের নাম নথিভুক্ত করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা জানাতে পারবেন। ভোটারদের গোপনীয়তা বজায় রাখা হবে বলেও দাবি করেছেন শুভেন্দু। তিনি ‘গণতন্ত্রপ্রিয় পশ্চিমবঙ্গবাসী’র কাছে রাজ্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার এই লড়াইয়ে শামিল হওয়ার আহ্বানও জানিয়েছেন। তথ্য সংগ্রহের পর রাজ্যপালের কাছে যাওয়ার পাশাপাশি আইনি যুদ্ধের ইঙ্গিতও দিয়েছেন শুভেন্দু।
রাজ্যে লোকসভা নির্বাচন পরবর্তী ‘সন্ত্রাস’ ও বিধানসভা উপনির্বাচনে ভোট ‘লুট’ নিয়ে সরব হয়েছে বিজেপি। ভোট পরবর্তী ‘সন্ত্রাসে আক্রান্তদের’ নিয়ে রবিবার সকালে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন শুভেন্দুরা। সেখানেই তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ তুলে ২১ জুলাই ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার কথা জানান শুভেন্দু। তিনি আরও জানান, ওই দিন দুপুর ১টায় রাজ্যের প্রতিটি থানার সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রতিবাদও জানাবে বিজেপি। সোমবার থেকে এই ‘এলওপি পোর্টাল’ চালু করার কথা জানিয়েছিলেন তিনি। এই পোর্টালে নথিভুক্ত ১০০ জন ভোটারকে নিয়ে রাজভবনেও নিয়ে আসবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy