Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BJP MLA

BJP MLA: বিজেপি বিধায়কের ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে! অভিযোগ শঙ্কর ঘোষের

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিভিন্ন লোকজনের থেকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৩
Share: Save:

বিজেপি বিধায়কের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা তোলার অভিযোগ উঠল। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে বিভিন্ন লোকজনের থেকে টাকা চাওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালেই সে কথা জানতে পারেন বিজেপি বিধায়ক। জানা মাত্রই, তিনি ফোন করে বিষয়টি জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে। পাশাপাশি বিজেপি-র আইটি সেলকেও ভুয়ো অ্যাকাউন্ট প্রসঙ্গে জানান শঙ্কর। সঙ্গে সঙ্গে নিজের ফেসবুক পেজে লাইভে এসেও এই ভুয়ো অ্যাকাউন্ট বিষয়ে সতর্ক করে দেন শিলিগুড়ির মানুষকে। কেউ যেন ভুলবশত টাকা না দেন, সেই অনুরোধও করেন তিনি।

ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের কাজে বর্তমানে শঙ্কর রয়েছেন কলকাতাতেই। ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এমন ব্যস্ততার মধ্যে তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মেলায় কিছুটা হলেও বিরক্ত তিনি। শঙ্কর বলেছেন, ‘‘আমার ফেসবুক পেজ থেকে ছবি নিয়েই ওই ভুয়ো অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছিল। আমি জানা মাত্রই প্রশাসন ও দলের আইটি সেলকে বিষয়টি জানিয়েছি। এখন দেখছি, ওই ভুয়ো অ্যাকাউন্টটি আর সক্রিয় নেই। তবে প্রকৃত অপরাধীকে শাস্তি দিতেই হবে।’’ টাকা চেয়ে একটি বাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, শঙ্কর এ বারই শিলিগুড়ি আসন থেকে বিজেপি-র প্রতীকে বিধায়ক হয়েছেন।

অন্য বিষয়গুলি:

BJP MLA BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE