Advertisement
E-Paper

মমতার ভবানীপুরকে রেখেই পাঁচ দিন ধরে সারা রাজ্য জুড়ে রামনবমীর কর্মসূচি শুভেন্দুর, দফতরে আমন্ত্রণের পাহাড়

আগামী ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে রাজ্যের সব জেলায় গিয়ে রামনবমী পালন করার চেষ্টা করবেন শুভেন্দু অধিকারী। তবে কবে কখন কোথায় যাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং বিরোধী দলনেতাই।

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ০৯:৫৭
Share
Save

সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনে প্রাক্তন বিজেপি সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এসেছিলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। আলাপচারিতায় পরস্পরকে তাঁরা জানিয়েছিলেন, রামনবমীর আমন্ত্রণ আসছে বানের জলের মতো। কোথায় যাবেন আর কোথায় যাবেন না, তা ঠিক করতে মহাসঙ্কটে পড়েছেন। দিন যত এগিয়েছে, বিরোধী দলনেতাকে রামনবমীতে আমন্ত্রণের বহর ততই ঊর্ধ্বমুখী হচ্ছে বলেই তাঁর দফতর সূত্রের দাবি। এই পরিস্থিতিতে শুভেন্দু কী করবেন, তা নিয়েও কৌতূহল রয়েছে বিজেপি শিবিরে।

বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, রামনবমীতে রাজ্যের সব জেলাকেই ছুঁয়ে যেতে চান বিরোধী দলনেতা। কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর, সর্বত্রই রামনবমীর অনুষ্ঠানে শামিল হতে চান তিনি। তাই ৫ থেকে ৯ এপ্রিলের মধ্যে ধাপে ধাপে রাজ্যের সব জেলায় গিয়েই রামনবমী পালন করার চেষ্টা করবেন শুভেন্দু। তবে কবে কখন কোথায় যাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই।

বস্তুত, রামনবমীতে পাঁচ দিনের কর্মসূচি করে রাজ্যের সব জেলাকে ছুঁয়ে যাওয়ার পিছনে শুভেন্দুর রাজনৈতিক অঙ্কও রয়েছে। নিজের ওই কর্মসূচি দিয়ে বিরোধী দলনেতা এক দিকে যেমন হিন্দু ভোটারদের কাছে পৌঁছোতে চাইছেন, তেমনই বাংলায় সামগ্রিক ভাবে ‘হিন্দুত্বের আবহ’ও তৈরি করতে চাইছেন। আগামী বছর বিধানসভা নির্বাচনে তিনি যে কট্টর হিন্দুত্বের লাইন নিয়ে এগোবেন, তা তাঁর কথাবার্তায় স্পষ্ট। এ বছরের রামনবমীর মঞ্চকে সেই কারণেও ব্যবহার করতে চান বিরোধী দলনেতা। যদিও রামনবমীতে তাঁর পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে শুভেন্দু কোনও মন্তব্য করতে চাননি।

বিধানসভায় বিরোধী দলনেতার দফতর সূত্রের দাবি, রামনবমীর অনুষ্ঠানে যাওয়ার আবেদন ওই দফতরেই জমা পড়েছে হাজারের উপর। এর পরে কাঁথিতে তাঁর বাসভবন শান্তিকুঞ্জ, নন্দীগ্রামের বিধায়ক কার্যালয়, হলদিয়ার অফিসেও যে পরিমাণ রামনবমীর আমন্ত্রণ জমা পড়েছে, তাতে দুশ্চিন্তায় শুভেন্দুর দফতর। বিজেপি পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, যে ভাবে নন্দীগ্রামের বিধায়কের নামে রামনবমীতে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র এসেছে, তা তাঁর পক্ষে সামাল দেওয়া দুষ্কর। তবে রামনবমী পালনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর শুভেন্দুর কাছে ‘পাখির চোখ’। তাই শেষ মুহূর্তে কর্মসূচিতে কোনও বদল না ঘটলে আগামী রবিবার ভবানীপুরে বিধানসভা এলাকায় শুভেন্দু যাবেন বলেই ধরে নিচ্ছেন দক্ষিণ কলকাতার বিজেপি নেতৃত্ব।

তিনটি মণ্ডল নিয়ে ভবানীপুর বিধানসভার বিজেপির সংগঠন রয়েছে। সম্প্রতি ভবানীপুর বিধানসভার ‘সক্রিয়’ সদস্যদের নিয়ে নিজাম প্যালেসে একটি বৈঠক করেছেন শুভেন্দু। সেখানেই তিনি জানিয়েছিলেন, আগামী দিনে ভবানীপুরে নিজের ‘কর্মকাণ্ড’ বৃদ্ধি করবেন। সেই কথামতোই বিরোধী দলনেতা ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেছিলেন ৭০ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ছাদে বসে। দোলের আগের দিন সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দিতেও শুভেন্দু ভবানীপুরে গিয়েছিলেন। এ বার তিনি রামনবমী পালন করতে চান ভবানীপুরে। ভবানীপুর বিধানসভার বিজেপির নেতা-কর্মীদের রামনবমী আয়োজন করতে তেমনই নির্দেশ দিয়েছেন তিনি।

ভবানীপুর ছাড়াও নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও রামনবমীর অনুষ্ঠানের আয়োজন করছেন শুভেন্দু। বাকি সময়ে রাজ্যে বিভিন্ন প্রান্তে ছড়িয়েছিটিয়ে রামনবমী উৎসব পালন করবেন তিনি। যে সব জায়গায় তাঁর যাওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যেই সেই সব এলাকায় মৌখিক বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই বিজেপি সূত্রে খবর।

বিধানসভায় তাঁর বিজেপি সতীর্থদের অনেকেই শুভেন্দুকে তাঁদের এলাকার রামনবমীর অনুষ্ঠানে যেতে আবেদন জানিয়েছেন। তবে কবে, কখন, কোথায় যাবেন শুভেন্দু, তা জানেন না বিজেপি বিধায়কেরা। এক বিধায়কের কথায়, ‘‘আমাদের সকলকেই শুভেন্দু’দা নিজ নিজ এলাকায় রামনবমী পালন করতে বলেছেন। তাঁর সেই নির্দেশ মেনেই আমরা রামনবমী পালনের আয়োজন করছি। দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু যে ভাবে তাঁর কাছে আমন্ত্রণের পাহাড় জমছে, তাতে তিনি কোথায় কতটা সময় দিতে পারবেন, তা নিয়ে আমাদেরও সন্দেহ রয়েছে।’’

Suvendu Adhikari Ram Navami

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}