মমতার ধর্না, আক্রমণ সুকান্তের। ফাইল চিত্র।
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওড়িশার উদ্দেশে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানিয়েছেন, আগামী ২৯ এবং ৩০ মার্চ আম্বেডকর মূর্তির পাদদেশে তিনি টানা দু’দিনের ধর্নায় বসবেন। ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। সেই দাবি আদায়েই ধর্নায় বসতে চলেছেন তিনি।
মমতার এই ঘোষণার পরেই টুইট করে দিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার ধর্নার দ্বিতীয় দিন ৩০ মার্চ, বৃহস্পতিবার রামনবমী। গত বেশ কয়েক বছর ধরেই এই দিনটায় পশ্চিমবঙ্গে বিজেপি-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন শোভাযাত্রা বার করে। এই দিনটিকে মমতা কেন তাঁর ধর্নার জন্য বেছেছেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত। টুইটে লিখেছেন, ‘‘এটা দুঃখের বিষয় যে, বাংলার শাসকদলের মধ্যে ‘হিন্দুফোবিয়া’ কাজ করছে। সাগরদিঘিতে হার সেই প্যান্ডোরার বাক্স আবার খুলে দিয়েছে। এই ধরনের ঘৃণাপ্রকাশের নজির লজ্জাজনক।’’
Just got to know that failure CM @MamataOfficial will be sitting on a dharna on 30th March 2023 i.e. Ram Navami. Sadly, Hinduphobia is running deep within the ruling dispensation of West Bengal. The Sagardighi debacle has opened the pandora's box again. Shame on such hatemongers.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 21, 2023
বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ রাজ্যের পাওনা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছেই। এক দিকে, রাজ্য সরকারের বক্তব্য, কেন্দ্র বাংলাকে বঞ্চিত করতেই টাকা আটকে রেখেছে। অন্য দিকে, কেন্দ্র এবং বিজেপির বক্তব্য, হিসাব না দেওয়ার জন্যই টাকা পাচ্ছে না বাংলা। মঙ্গলবার মমতা এমন অভিযোগও তুলেছেন যে, রাজ্য বিজেপির অসত্য অভিযোগের জন্যই কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত বাংলা। এর প্রতিবাদেই ধর্না কর্মসূচি তাঁর। এ বার সেই কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন বিতর্ক শুরু হয়ে গেল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy