Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Sayantan Basu

পিসির বাগানের ফুল শুকিয়েছে, মালদহে বিতর্কিত মন্তব্য সায়ন্তনের

মুখ্যমন্ত্রী সম্পর্কে সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র নির্বেদ রায় বলেন, ‘‘যে ভাষায় উনি কথা বলে থাকেন, ফের সেই ভাষা ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছেন।’’

ইংরেজবাজারে বিজেপি-র চায়ে পে চর্চা— নিজস্ব চিত্র।

ইংরেজবাজারে বিজেপি-র চায়ে পে চর্চা— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৬:৫৫
Share: Save:

মালদহে এসে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। শুক্রবার ইংরেজবাজারের রবীন্দ্রভবন এলাকায় 'চায়ে পে চর্চা' অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘পিসির বাড়ির ফুল শুকিয়ে গিয়েছে। কালীঘাটে পিসির বাড়ি আর কেউ যাবে না।’’

মুখ্যমন্ত্রী সম্পর্কে সায়ন্তনের এমন বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে রাজ্য তৃণমূলের মুখপাত্র নির্বেদ রায় বলেন, ‘‘যে ভাষায় উনি কথা বলে থাকেন, ফের সেই ভাষা ব্যবহার করে নিজের পরিচয় দিয়েছেন। আমার নৈতিক অবস্থান থেকে এমন কুরুচিকর মন্তব্য উপেক্ষা করলাম।’’

রাজ্য বিজেপি-র সাধারণ সম্পাদক সায়ন্তনের দাবি, রাজ্য সরকার টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু করলে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-নেতা কর্মীদের পিঠের চামড়া বাঁচানো যাবে না। আইন শৃঙ্খলার অবনতি হবে। তিনি বলেন, ‘‘টেটের নিয়োগ নিয়ে শাসকদলের নেতারা যে হারে টাকা তুলেছে, তাতে এমনই অবস্থা হবে।’’ এই পরিস্থিতিতে টেটের নিয়োগ স্থগিত রাখা প্রয়োজন বলে জানান তিনি।

আরও পড়ুন: অরুণাচলে নীতীশের দলে ভাঙন, ৬ বিধায়ক বিজেপি-তে

সায়ন্তন ছাড়াও ইংরেজবাজারে 'চায়ে পে চর্চা'য় উপস্থিত ছিলেন বিজেপি-র জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল, ইংরেজবাজার দক্ষিণ নগর মণ্ডলের সভাপতি রাজীব চম্পটি-সহ স্থানীয় নেতৃত্ব। এই কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে আসা কয়েকজন কর্মীর হাতে বিজেপি-র ঝান্ডা তুলে দেন তিনি।

আরও পড়ুন: মাস্ক, স্যানিটাইজার, গ্লাভসও শিল্প, করোনা শিখিয়েছে নতুন ব্যবসা

অন্য বিষয়গুলি:

Sayantan Basu Mamata Banerjee Malda English Bazar Nirbed Roy Bjp TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy