Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
Dharmendra Pradhan on Amartya Sen

‘প্রধানমন্ত্রী পদের জন্য ভেকেন্সি নেই’! অমর্ত্যের মমতা-স্তুতির পাল্টা জবাব দিলেন মোদীর মন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে বলে মন্তব্য করেছেন অমর্ত্য সেন। শনিবার থেকেই সেই মন্তব্য নিয়ে আলোচনা রাজ্য রাজনীতিতে। তাতে নতুন মাত্রা যোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী।

মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেন অমর্ত্য।

মমতাকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মনে করেন অমর্ত্য। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:২৬
Share: Save:

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এমনটা বলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেন। শনিবারই বিজেপির তরফে এই মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। তবে রবিবার আরও স্পষ্ট ভাষায় তৃণমূলনেত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী। ‘‘দেশে প্রধানমন্ত্রী পদের জন্য ‘ভেকেন্সি’ নেই’’ বলে টুইট করেছেন নরেন্দ্র মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে মমতার যোগ্যতা রয়েছে কি না, সরাসরি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে ‘তালিকা অনেক বড়’ বলে মন্তব্য করেন ধর্মেন্দ্র।

সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য তাঁর বক্তব্যে জানান, মমতার ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে। কিন্তু দেখতে হবে, বাংলার মুখ্যমন্ত্রী কী ভাবে বিজেপির বিরুদ্ধে জন অসন্তোষকে কাজে লাগাতে পারেন। প্রশ্ন ছিল, তিনি কি মনে করেন মমতা দেশের প্রধানমন্ত্রী হতে পারেন? এই প্রশ্নের জবাবে অমর্ত্য বলেন, ‘‘এমন নয় যে তাঁর এটা করার ক্ষমতা নেই। এটা খুব স্পষ্ট, তাঁর সেই ক্ষমতা রয়েছে। কিন্তু অন্য দিকে, এটা এখনও প্রতিষ্ঠিত নয় যে, মমতা বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশার জায়গাগুলোকে এক ছাতার তলায় এনে ভারতে বিভেদের রাজনীতির অবসান ঘটাতে নেতৃত্ব দেবেন।’’

মমতা অবশ্য তাঁর সম্পর্কে অমর্ত্যের এই মন্তব্য নিয়ে সরাসরি কিছু বলেননি। শুধু দেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নোবেলজয়ী অর্থনীতিবিদের পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, ‘‘তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ।’’ তৃণমূলের পক্ষে জাতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, ‘‘বিজেপি-বিরোধী মুখ হিসেবে দেশের মানুষের কাছে বার বারই নিজের যোগ্যতার প্রমাণ মমতা দিয়েছেন।’’ অন্য দিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ শনিবার বলেন, ‘‘অমর্ত্য সেন যদি এই স্বপ্ন দেখেন ওঁকে বলব, আপনি মমতাকে আশীর্বাদ করুন।’’

আর রবিবার ধর্মেন্দ্র বললেন অন্য সুরে। তাঁর কথায়, ‘‘দেশের মানুষ শেষ দু’বার প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজির উপরে ভরসা রেখেছেন। ২০২৪ সালেও মোদীজিকেই যে দেশ দায়িত্ব দেবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’’ অমর্ত্যের মন্তব্য প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি এও বলেন যে, ‘‘গণতন্ত্রে কোনও বিষয়ে মন্তব্য করার কাউকে কোনও বাধা দেওয়া যায় না। তাই ওই বিষয়ে কোনও মন্তব্য করব না।’’ তাঁর দাবি, দেশের যুব, মহিলা-সহ সব ক্ষেত্রের মানুষ মোদীকেই তৃতীয় বার প্রধানমন্ত্রী করার জন্য মুখিয়ে রয়েছে। সঙ্গে বলেন, ‘‘যে পদ খালিই নেই, সে ব্যাপারে কারও মন্তব্য নিয়ে কিছু বলার নেই।’’ কিন্তু মমতার কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই? এর জবাবে ছোট্ট উত্তর ধর্মেন্দ্রর— ‘‘এমন তালিকা অনেক বড়।’’

অন্য বিষয়গুলি:

BJP Narendra Modi Mamata Banerjee Amartya Roy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy