ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করল বিজেপি কর্মীরা। নিজস্ব চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। উদয়পুরে মাতাবাড়ি এলাকায় অভিষেক পৌঁছনো মাত্রই তাঁকে দেখে ‘গো -ব্যাক’ স্লোগান দিয়ে গাড়িতেও আঘাত করলেন বিজেপি কর্মীরা। এমনটাই অভিযোগ ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের। সোমবার সকাল সাড়ে ১০টা কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হন অভিষেক। তাঁর পৌঁছানোর আগেই ‘অভিষেক ব্যানার্জি গো ব্যাক’ স্লোগান দেন বিজেপি-র কর্মী-সমর্থকরা। দেখুন সেই ভিডিয়ো:
আগরতলায় পৌঁছেই ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিল অভিষেকের। কনভয় মন্দিরের পথে যাওয়ার পথেই তাঁর গাড়িতে লাঠি দিয়ে বিজেপি কর্মীরা আঘাত করেন বলে অভিযোগ। এরপরেই নিজের টুইটার হ্যান্ডলে ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে একটি টুইট করেন অভিষেক। তিনি লেখেন, ‘বিজেপি শাসিত ত্রিপুরায় গণতন্ত্র! বিপ্লববাবু এই রাজ্যকে নতুন পথে নিয়ে গিয়েছেন।’
Democracy in Tripura under @BJP4India rule!
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
সোমবার সকালে কুশাবাজার এলাকায় পতাকা লাগাতে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল নেতা-কর্মীরাও। যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ লাহাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি-র বিরুদ্ধে।
সোমবার অভিষেকের ত্রিপুরা সফরের আগেই ছেঁড়া হয় তৃণমূলের বেশ কিছু হোর্ডিং ও ব্যানার। সেগুলিতে অভিষেক ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। এই ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুলেছে তৃণমূল। ত্রিপুরার তৃণমূল সভাপতি আশিষ লাল সিংহ জানিয়েছেন, অভিষেককে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে বেশ কিছু হোর্ডিং ও ব্যানার লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে সেগুলি ছিঁড়ে ফেলা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy