Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বোর্ড গঠন নিয়ে তরজায় দিলীপ এবং ফিরহাদ

‘‘লাল বনাম সবুজ, আসল বনাম নকল, যুব বনাম পুরনো তৃণমূলে লড়াই চলছে।’’ আর তা থামাতে পুলিশ আক্রান্ত হচ্ছে বলেও দিলীপবাবু কটাক্ষ করেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৫:৩৯
Share: Save:

পঞ্চায়েতে জিতলেও তৃণমূলে তৃণমূলে লড়াইয়েই এখন বোর্ড গঠনে রক্ত ঝরছে বলে শাসক দলকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার বর্ধমানে তিনি বলেন, ‘‘মেরেকেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও এখনও বোর্ড গঠন করতে পারছে না। লাল বনাম সবুজ, আসল বনাম নকল, যুব বনাম পুরনো তৃণমূলে লড়াই চলছে।’’ আর তা থামাতে পুলিশ আক্রান্ত হচ্ছে বলেও দিলীপবাবু কটাক্ষ করেন।

এই লড়াইয়ের জন্য পাল্টা বিজেপিকেই দুষে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের জবাব, ‘‘লাল যা ছিল সবটাই দিলীপবাবুদের দলে চলে গিয়েছে। আর তৃণমূল আদর্শবাদী দল। এখানে কোনও ভুল বোঝাবুঝি হলে ঊর্ধ্বতন নেতৃত্ব আলোচনা করে তা মিটিয়ে নিচ্ছেন।’’ ফিরহাদ বলেন, ‘‘বিজেপিই খুনের রাজনীতি করছে। ওরা সব জায়গায় নিজেরা খুন করে আমাদের উপর দোষ চাপাচ্ছে।’’

ফিরহাদকেই লক্ষ্য করে দিলীপবাবুর আবার আক্রমণ, ‘‘উনি হাকিম যে ব্রিজের দিকে তাকাচ্ছেন, তা ভেঙে পড়ছে।’’ ফিরহাদের জবাব, ‘‘আমি তো বারুইপুরে ব্রিজ দেখতে যাইনি। তা হলে ওখানে রেলের ওভারব্রিজের স্ল্যাব ভাঙল কী ভাবে ? দিলীপবাবুর নেতা নরেন্দ্র মোদীর কেন্দ্র তো বারাণসী। তাই বোধহয় সেখানে ব্রিজ ভেঙে পড়েছিল!’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE