বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। নিজস্ব চিত্র।
পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তাঁর অভিযোগ, গোটা বিধানসভা এলাকায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কেন দোকান খোলা? ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, ভবানীপুরের অন্তর্গত ৭২ নম্বর ওয়ার্ডে বুথ জ্যাম করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
Madan Mitra (TMC MLA) has purposely shut the voting machine here as he wants to capture the booth: Priyanka Tibrewal, BJP candidate for Bhabanipur by-poll at polling booth of ward number 72 pic.twitter.com/lFB5hQytTY
— ANI (@ANI) September 30, 2021
‘‘১৪৪ ধারা জারি এলাকায় দোকান পাট খোলা থাকলে অসুবিধা নেই। কারণ এটা মানুষের রুজি রুটির ব্যাপার। শুধু দেখতে হবে ভোটে কোনও প্রভাব পড়ছে কিনা।’’৭২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসের।
এ দিন ভোট শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলে বিজেপি। ১২৬ নম্বর বুথে ইভিএম কারচুপির অভিযোগ করেন প্রিয়ঙ্কা। তৃণমূলের ফিরহাদ হাকিম অবশ্য বুথ জ্যামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, লড়াইয়ে না পেরে মিথ্যা অভিযোগ করছে বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy