অবাধে চলছে ছাপ্পা ভোট। ভাতারের মিরেপাড়া গ্রামে। -নিজস্ব চিত্র।
ছাপ্পা ভোটের আরও একটি নমুনা।
একেই কি বলে ‘অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ’?
কিন্তু ভোট দেবেন কারা? ভোটারই তো নেই বুথে!
বুথ ভরে রয়েছে একদল দুষ্কৃতীতে। যারা বুথের ভিতর ঢুকে পড়ে অবাধে ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ছাপ দিয়ে চলেছে। সব ভোটই পড়ছে তৃণমূল প্রার্থীর ঝুলিতে। যেন আর কোনও দলের কোনও প্রার্থীরই নাম নেই ব্যালট পেপারে!
এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনা গ্রাম পঞ্চায়েতের একটি বুথে। ওই বুথটি মিরেপাড়া গ্রামের।
দেখুন সেই ভিডিও
এমনটাই দেখা গিয়েছিল রাজারহাটের পাথরঘাটা গ্রামপঞ্চায়েতের সর্দার পাড়া শিশু শিক্ষা কেন্দ্রে ৮১ নং বুথেও।
আরও পড়ুন- সিপিএম পদ্ম আঁকছে, কটাক্ষ
আরও পড়ুন- প্রার্থী কে, নাম ছাপতে গিয়ে বেকুব
বুথের ভিতর কেউ কোথাও নেই। রয়েছেন শুধু এক জন। তিনি নিজের কাজ করে যাচ্ছেন। একের পর এক ব্যালটে পছন্দের প্রার্থীর নামে ছাপ দিয়ে চলেছেন। থামার নাম নেই!
সেখানে অবাধে চলছে ছাপ্পা ভোট। অভিযোগ, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মারধর করে প্রথমে বুথ থেকে বার করে দেওয়া হয়। বুথের বাইরে দাঁড়িয়ে ছিলেন পুলিশকর্মীরা। এর পরেই তৃণমূলের হয়েই ছাপ্পা ভোট দেওয়া শুরু করেন দলীয় এক কর্মী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy