Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Calcutta High Court

আমপান-ত্রাণে

ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন সিএজির প্রতিনিধিরা। এ দিন রাজ্যের তরফে জানানো হয়, তথ্য চেয়ে রাজ্যের অফিসারদের চাপ দিচ্ছে সিএজি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২১ ০৫:০১
Share: Save:

আমপান ত্রাণ বিলিতে সিএজি তদন্তের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে ফের কলকাতা হাইকোর্টে আবেদন জানাল রাজ্য। শুক্রবার প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণন জানিয়েছেন, আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন সিএজির প্রতিনিধিরা। এ দিন রাজ্যের তরফে জানানো হয়, তথ্য চেয়ে রাজ্যের অফিসারদের চাপ দিচ্ছে সিএজি। কিন্তু অর্থবর্ষ শেষ না-হওয়ায় জেলাশাসকেরা তা দিতে পারছেন না। প্রধান বিচারপতি জানান, সিএজির কোনও সমস্যা থাকলে তারা আদালতে এসে তা জানাতে পারে। আমপানের ত্রাণে দুর্নীতির অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। তাতে সিএজি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের কাছে সেই রায় পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে রাজ্য।

অন্য বিষয়গুলি:

Calcutta High Court Amphan Relief Amphan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE