সিপিএমের প্রধানকে হেনস্থা, অভিযুক্ত তৃণমূল
সিপিএমের প্রধানকে পঞ্চায়েত অফিসে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে। অসুস্থ হয়ে প্রধান নির্মলা কাউর ভর্তি হয়েছেন দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। সন্ধ্যায় থানায় দুই পঞ্চায়েত সদস্য মৌসুমী বক্সী ও রামজি মণ্ডল-সহ ৮ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে সিপিএম। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কাঁকসা পঞ্চায়েতে ২৫টির মধ্যে সিপিএমের দখলে রয়েছে ১৮টি আসন। বাকি ৭টি তৃণমূলের। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, বিজেপি-র পক্ষ থেকে পঞ্চায়েতের একাধিক জায়গায় উন্নয়নমূলক কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। এ দিন এলাকায় কাজকর্ম খতিয়ে দেখতে যান প্রধান। ঘটনাচক্রে, ওই সব এলাকায় জিতেছেন তৃণমূল সদস্যেরা। সিপিএমের অভিযোগ, প্রধান অফিসে ফিরতেই কিছু তৃণমূল পঞ্চায়েত সদস্য ও দলীয় কর্মীরা প্রধানকে ঘিরে ধরেন। তাঁদের দাবি, এলাকায় যাওয়ার আগে সংশ্লিষ্ট তৃণমূল সদস্যকে জানানো উচিত ছিল। প্রধান তা মানেননি। এর পরেই গোলমাল পাকে। সিপিএমের প্রাক্তন জোনাল সম্পাদক বীরেশ্বর মণ্ডলের অভিযোগ, “প্রধানকে ঠেলে ফেলে দেওয়া হয়। তিনি অসুস্থ হয়ে পড়েন।” তিনি অভিযোগ করেন, এলাকার উন্নয়নের কাজ বন্ধ করে দিতে চাইছে তৃণমূল। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য দেবদাস বক্সীর অবশ্য পাল্টা দাবি, “প্রধান দিনের পর দিন পঞ্চায়েতে আসেন না। ফলে উন্নয়নমূলক কাজকর্ম থমকে আছে। তার প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার জন্য দিন ঠিক করতে গিয়ে আমাদের দলের দুই পঞ্চায়েত সদস্য ও কয়েক জন কর্মী আক্রান্ত হন।”
সিবিআই সেজে লালবাতি গাড়িতে ঘোরায় ধৃত ৫
ভুয়ো পরিচয় দিয়ে লালবাতি লাগানো গাড়িতে ঘোরার অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে বর্ধমানের জিটি রোড বাইপাসে লাক্কুডি মোড়ের কাছে ঘটনাটি ঘটে। ধৃত পাঁচ জনই বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, রাতে ওই পাঁচ জন গাড়িটি নিয়ে ইতঃস্তত ঘুরছিল। লাকুড্ডি মোড়ের কাছে গাড়িটি আটকানো হলে তারা নিজেদের সিবিআই অফিসার বলে পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদ করায় এক কনস্টেবলকে লাঠি দিয়ে মারধর করে বলেও অভিযোগ। পরে পুলিশ তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু সিবিআই সংক্রান্ত কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি তারা। তারপরেই পুলিশ তাদের গ্রেফতার করে। ওই গাড়িটি থেকে পুলিশ দুটি গুলি ভরা আগ্নেয়াস্ত্র, বেশ কিছু পুলিশের ব্যবহার করা লাঠি, ১১টি তাজা বোমাও উদ্ধার করেছে। আটক করা হয়েছে গাড়িটিকেও। কিন্তু ভুয়ো পরিচয় দেওয়া ধৃতদের হাতে কী করে পুলিশের ব্যবহার করা কার্বন স্টিক মিলেছে, তা নিয়ে ধন্দে পুলিশ। পুলিশ সুপার বলেন, “ধৃত পাঁচজনের মধ্যে দু’জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। কেন ওরা লালবাতি লাগানো গাড়ি চড়ে ঘোরাফেরা করছিল বা পুলিশের ব্যবহার করা লাঠি কী করে ওদের কাছে এল, তা জিজ্ঞাসাবাদের সময়েই জানতে পারা যাবে।” তবে পুলিশের প্রাথমিক অনুমান, কাউকে ভয় দেখিয়ে টাকা আদায়ের উদ্দেশ্যেই ধৃতেরা ওই এলাকায় ঘোরাফেরা করছিল।
দুর্ঘটনায় মৃত হিরাপুরের তিন
পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল মোটরবাইকের তিন আরোহীর। বৃহস্পতিবার দুপুরে দুঘর্র্টনাটি ঘটেছে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে, নিতুড়িয়া থানার পারবেলিয়ায়। মৃতেরা হলেন শৈলেন্দ্রকুমার ঝা (৩১), বলদেব যাদব (২৯) ও ভোলা দাস (২৭)। আসানসোলের হিরাপুরে তাঁদের বাড়ি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে আসানসোলের দিশেরগড় থেকে নিতুড়িয়ার দিকে আসছিল লোহা বোঝাই ওই পিকআপ ভ্যানটি। একটি মোটরবাইকে চেপে ওই তিনজন নিতুড়িয়া থেকে ডিসেরগড়ের দিকে যাচ্ছিলেন। পারবেলিয়া বাজারের অদূরে শিবমন্দিরের কাছে মুখোমুখি ধাক্কা হয় গাড়ি দু’টির। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি ধাক্কা মারে মোটরবাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবিতে কিছু সময় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে তাঁদের বুঝিয়ে অবরোধ তোলে। পিক-আপ ভ্যানটি পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়েছে।
স্কুলে বিক্ষোভ
একাধিক অভিযোগে তৃণমূলের নেতৃত্বে ঘন্টা তিনেক বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘঠেছে রানিগঞ্জের চেলোদ উচ্চ বিদ্যালয়ে। অভিভাবকেরা জানান, স্কুলে শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। স্কুল চত্বরে গরু, ছাগলের অবাধ আনাগোনা। নিয়মিত স্কুল চত্বর পরিষ্কারের ব্যবস্থা নেই। ছাত্রীদের শৌচাগার থাকলেও ছাদ নেই। শ্রেণিকক্ষের দেওয়ালেও লেখা রয়েছে আপত্তিজনক কথা। এ ছাড়া এক শিক্ষক ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুরুচিকর কথা বলেন বলে অভিভাবকদের অভিযোগ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরন্ময় গোস্বামী জানান, অভিযোগ খতিয়ে দেখে পরিচালন সমিতির সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ধর্ষণের নালিশ
এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম চঞ্চল সিংহ। বাড়ি ভাতারের কাতার গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের বুধপুর গ্রামের ওই যুবতী গত ৬ জুলাই আষাঢ় নবমী উত্সব উপলক্ষ্যে কাতার গ্রামে তাঁর মাসির বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, তাকে একা পেয়ে বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে চঞ্চল। বহু ক্ষণ মেয়ের খোঁজ না মেলায় ওই যুবতীর মা তাকে খুঁজতে বেরোনোয় বিষয়টি জানাজানি হয়ে যায়। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, চঞ্চলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষিতার জবানবন্দি ভিডিওগ্রাফি করা হয়েছে।
অজ্ঞাতপরিচয় দেহ
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ বাসন্তীদেবী বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে উদ্ধার করা হল। পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে দেহটি উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ৪৫। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মাছের চারা বিলি
ব্লক মত্স্য দফতর বৃহস্পতিবার ৪ জন মত্স্যজীবীকে ৫ হাজার টাকার মাছের চারা বিলি করল। উপস্থিত ছিলেন রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সেনাপতি মন্ডল। সেনাপতিবাবু জানান, কৈ, মাগুর, শিঙি ও পঁুটিএই চার প্রজাতির মাছের চারা এ দিন বিলি করা হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে আরও ২৬ জন মত্স্যজীবীকে মাছের চারা দেওয়া হবে বলে মত্স্য দফতর জানিয়েছে।
অজ্ঞাতপরিচয় দেহ
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ রানিগঞ্জ বাসন্তীদেবী বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তা থেকে উদ্ধার করা হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে দেহটি উদ্ধার করা হয়। মৃতের আনুমানিক বয়স ৪৫। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
প্রতিবাদ সভা
রেল ভাড়া বৃদ্ধি এবং সংসদ ভবনে দলীয় সাংসদের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদে রানিগঞ্জ স্টেশনের সামনে প্রতিবাদ সভা করল ব্লক তৃণমূল। বুধবার সন্ধ্যায় একই কারণে জামুড়িয়া ব্লক ২ যুব তৃণমূল ৬০ নম্বর জাতীয় সড়কের চিচুড়িয়া মোড়ে ১৫ মিনিট রাস্তা অবরোধ করে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy