সমাজমাধ্যমে ভাইরাল এই ছবি এবং ভিডিয়ো। ঘটনার নিন্দা করেছেন রেলকর্তারাও। —নিজস্ব চিত্র।
শিবরাত্রি উপলক্ষে পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন রেল স্টেশন চত্বরে বাইজি নাচ করানোর অভিযোগ। শুধু তাই নয়, ওই মঞ্চে নর্তকীদের সঙ্গে নাচতে দেখা গিয়েছে চিত্তরঞ্জন রেল স্টেশনের জিআরপি ওসি সুরেশ পাসওয়ান-সহ পার্শ্ববর্তী ঝাড়খণ্ড স্টেশনের জিআরপিদের। অভিযোগ এমনই। ওই ভিডিয়ো ভাইরাল হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড়। কী ভাবে জিআরপি আধিকারিকেরা এই রকম অশ্লীল নাচে অংশ নিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, গত ১৯ ফেব্রুয়ারি রাতে ওই অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে চটুল গানে স্বল্পবসনারা নাচ করেন। তাতে তালে তাল দিয়ে নাচতে দেখা যায় রেলের আধিকারিকদেরও। ঝড়ের গতিতে ভাইরাল হয় ওই নাচের ভিডিয়ো। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত ঝাড়খণ্ড পুলিশের কেউ এ বিষয়ে মন্তব্য করেনি।
তবে অনিল সিংহ নামে রেলের এক পদস্থ আধিকারিক এ নিয়ে টেলিফোনে প্রতিক্রিয়া দেন, ‘‘কোয়ি পুছেগা তো জবাব দিয়া জায়েগা’’ (কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিয়ে দেওয়া হবে)।
অন্য দিকে, স্থানীয়দের অভিযোগ, ‘‘সমাজকে এই ভাবে কয়েক জন নষ্ট করছেন।’’ এই বিতর্কে আসানসোলের সালালপুর ব্লকের তৃণমূল সভাপতি ভোলা সিংহ বলেন, ‘‘প্রশাসনের কর্তাব্যক্তিরা এ ধরনের কাজ না করলেই ভাল। সমাজ নষ্ট হচ্ছে।’’ অন্য দিকে, পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘এই ধরনের অনুষ্ঠান কোনও মতেই সমর্থনযোগ্য নয়।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy