পাড়ায় রেশন মিলছে না।
পাড়ায় রেশন মিলছে না। প্রায় এক কিলোমিটার দূরে কাঁটাটিকুরি যেতে হচ্ছে খাদ্যসামগ্রী নিতে, এমনই অভিযোগ গুসকরা পুরসভার দু’নম্বর ওয়ার্ডের ফকিরবাগান আদিবাসী পাড়ার বাসিন্দাদের। তাঁদের দাবি, ডিলারকে পাড়ায় এসে রেশনসামগ্রী দেওয়ার জন্য বারবার বলা হলেও তা দেওয়া হচ্ছে না। উপরন্তু, যেখান থেকে রেশন দেওয়া হচ্ছে, সেখান থেকেই দেওয়া হবে জানিয়েছেন ডিলার, দাবি তাঁদের। বিষয়টি খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খাদ্য পরিদর্শক (আউশগ্রাম ১) সঞ্জয় মিদ্যা। তিনি বলেন, ‘‘এলাকাবাসীর সুবিধা মতো রেশন ডিলারেরা ক্লাস্টার তৈরি করে রেশন বিলি করছেন। তাতে যদি এলাকার কারও অসুবিধার অভিযোগ পাওয়া যায়, তা খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’
ফকিরবাগানে প্রায় ২০টি জনজাতি সম্প্রদায়ের পরিবারের বাস। তাঁদের রেশন দেওয়া হয় স্থানীয় ধরমপুর পুন্ননগর এসকেইউএস সমবায় সমিতি থেকে। রাজু কিস্কু, বুদি কিস্কু, হপন হাঁসদাদের অভিযোগ, ‘‘সরকার আমাদের সুবিধার জন্য দুয়ারে রেশন চালু করেছে। কিন্তু সেই সুবিধা পাচ্ছি কই? এতদিন হয়ে গেল প্রকল্প চালু হয়েছে, কিন্তু আমাদের পাড়ায় একবারও রেশন দিতে আসেননি কেউ। পাশের গ্রাম থেকে খাদ্যসামগ্রী আনতে হচ্ছে।’’
যদিও অভিযোগ অস্বীকার করে সমবায় সমিতির রেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মী জীবনকৃষ্ণ গোস্বামীর দাবি, ‘‘ওই এলাকায় যেতে গেলে রেলের একটা আন্ডারপাস পেরোতে হয়। ওই আন্ডারপাসে জলকাদা জমে থাকায় রেশনের গাড়ি নিয়ে যেতে সমস্যা হচ্ছিল। তাই এত দিন যাওয়া হয়নি। এ বার ওই এলাকায় গিয়ে রেশন দেওয়া হবে।’’ সমবায় সমিতির সভাপতি সজল পাল বলেন, ‘‘বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy