বিগ্রহ থেকে গয়না চুরির অভিযোগ ভাতারে। ধৃত দুই যুবক। —নিজস্ব চিত্র।
অবশেষে বর্ধমানের কালীমন্দিরে চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা দু’জনেই যাযাবর গোষ্টীর। প্রতিমার গা থেকে লক্ষাধিক টাকার গয়না চুরির ঘটনার কিনারা করতে ইতিমধ্যেই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
সপ্তাহ দুয়েক আগে পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও ভাতারের বেশ কয়েকটি কালীমন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার ১০ দিন পর শনিবার সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম পবন বেজ ও উদয় বেজ। তাঁরা দু’জনেই বীরভূমের আমোদপুরের বাসিন্দা। স্থানীয়েরা জানাচ্ছেন, বর্ধমানের যে এলাকাগুলিতে চুরির ঘটনা ঘটেছিল, সেই সব ক’টি জায়গাতেই চুরির আগে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল যাযাবরদের ওই দলকে। তদন্তকারীদের অনুমান, একের পর এক মন্দিরে চুরির নেপথ্যে ওই দলেরই হাত রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত দুই যুবকও সেই যাযাবর দলেরই সদস্য।
উল্লেখ্য, কালীপুজোর রাতে আউশগ্রামের দেয়াশা গ্রামের দাসপাড়ায় একটি কালীমন্দিরের তালা ভেঙে লক্ষাধিক টাকার অলঙ্কার চুরি যায়। পর দিনই আউশগ্রামের ব্রজপুরে আর একটি কালীমন্দিরে তালা ভেঙে বিগ্রহের কিছু অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বিসর্জনের রাতে আরও তিনটি কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভাতারের ওড়গ্রামে। সেখানে ‘বড়মা’-র শতাব্দী প্রাচীন মন্দিরের পাশাপাশি ‘ক্ষ্যাপামা’এবং ‘ছোটমা’র মন্দিরেও চুরির ঘটনা ঘটে। একই দিনে চুরি হয় ভাতারের আমারুন বাজারের ঐক্যতান পাঠাগার সঙ্ঘের শিবমন্দিরে। মন্দিরের দরজা ভেঙে চুরি যায় মহাদেব ও লোকনাথ বাবার সোনার ত্রিনয়ন-সহ রুপোর বেশ কিছু অলঙ্কার। প্রণামী বাক্স ভেঙে নগদ টাকাও নিয়ে যায় চোরেরা। ওই রাতেই ভাতারের মাজিপাড়ার দু’টি মন্দির থেকে একই ধাঁচে চুরির ঘটনা ঘটে। চুরি যায় তিনটি রুপোর পৈতে, বেশ কিছু সোনা ও রুপোর গয়না। স্থানীয়দের অভিযোগ, চুরির আগের দিনই গ্রামে দেখা গিয়েছিল যাযাবরদের একটি দলকে। এর পরেই তদন্তে নামে পুলিশ। শেষমেশ চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই যাযাবর দলের ছবি দিয়ে সামাজমাধ্যমে সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy