Advertisement
২০ নভেম্বর ২০২৪
Protest in Durgapur

স্থানীয় লোক নিয়োগ চেয়ে ফের বিক্ষোভ কারখানায়

দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বেকার যুবকদের একাংশ দীর্ঘদিন ধরে ওই কারখানায় কাজের দাবি জানাচ্ছেন। তাঁদের অভিযোগ, আইএনটিটিইউসি নেতৃত্বের একাংশ অর্থের বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে ঢুকিয়েছেন।

কারখানার সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

কারখানার সামনে বিক্ষোভ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৭:৩৬
Share: Save:

গ্রাফাইটের ইলেকট্রোড ও কার্বনের নানা সামগ্রী উৎপাদনকারী বেসরকারি কারখানায় বহিরাগতদের নিয়োগের প্রতিবাদে মঙ্গলবার তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। দুর্গাপুরের নামো সগড়ভাঙায় ওই কারখানার গেট বন্ধ করে ‘বহিরাগতদের’ কাজে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, আইএনটিটিইউসি নেতৃত্বকে কাজের দাবি জানিয়েও লাভ হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডের বেকার যুবকদের একাংশ দীর্ঘদিন ধরে ওই কারখানায় কাজের দাবি জানাচ্ছেন। তাঁদের অভিযোগ, আইএনটিটিইউসি নেতৃত্বের একাংশ অর্থের বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের কাজে ঢুকিয়েছেন। যদিও আইএনটিটিইউসি নেতৃত্ব সেই অভিযোগ মানেননি। এলাকাবাসীর একাংশ দাবি করেন, বহিরাগতদের নিয়োগ নিয়ে অশান্তির জেরে ওই কারখানায় আইএনটিটিইউসি-র গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনাও ঘটেছে। দু’পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশকে লাঠি চালাতেও হয়েছিল।

এ দিন সকালে ‘বহিরাগত’ কর্মীরা কাজে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বাঁকুড়ার সুরজ সরকার নামে এক শ্রমিক জানান, তিনি ছ’মাস ধরে কাজ করছেন। এ দিন তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। বাঁকুড়ার সুনীল ধাড়া জানান, তিনি ৮ বছর কাজ করছেন। তিনি বলেন, ‘‘কয়েক জন তৃণমূলের পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়ে আমাদের আটকে দিল।’’ বড়জোড়ার ভৈরবপুরের তন্ময় রায় জানান, কোনও কারণ না জানিয়েই তাঁদের কাজে ঢুকতে বাধা দেওয়া হয়। একই কথা জানান বিশ্বজিৎ মজুমদারও। বিক্ষোভকারীদের দাবি, কারখানার দূষণে ভুগতে হয় তাঁদের। অথচ, কাজ পান বহিরাগতেরা। আইএনটিটিইউসি নেতৃত্ব আশ্বাস দিলেও পরিস্থিতি পাল্টায়নি। এ দিন তাই ‘গেট পাস’ নেই এমন শ্রমিকদের আটকে প্রতিবাদ জানান তাঁরা। যদিও জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক বলেন, ‘‘যাঁদের বহিরাগত বলা হচ্ছে তাঁরা পুরনো শ্রমিক। নতুন যা নিয়োগ হচ্ছে তা এলাকা থেকেই। অন্য দলগুলি অযথা জলঘোলা করছে।’’

স্থানীয়দের নিয়োগের দাবিতে কিছু দিন আগে এই কারখানার সামনে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করে বিএমএস। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের দাবি, ‘‘যে আন্দোলন বিজেপির করার কথা, সেই আন্দোলন তৃণমূল করছে। স্থানীয়েরা বুঝতে পেরেছেন, তৃণমূল নেতারা টাকার বিনিময়ে বহিরাগতদের কাজ দিচ্ছেন আর বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই পতাকা হাতে বিক্ষোভে নেমেছেন তৃণমূল কর্মীরাই।’’ সিটুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের বক্তব্য, ‘‘এই কারখানায় নিয়োগে অনিয়ম নিয়ে আমরা দীর্ঘদিন ধরে সরব। স্থানীয়দের বঞ্চিত করে বরাবর টাকার বিনিময়ে বাইরে থেকে লোক নিয়োগ করছে তৃণমূল।’’

তৃণমূলের অন্যতম জেলা সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় যদিও বলেন, ‘‘নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়াই আমাদের নীতি। কেউ অনিয়ম করলে দল তা খতিয়ে দেখবে। বিরোধীরা কী বলছেন, তাতে কিছু যায়-আসে না।’’

অন্য বিষয়গুলি:

Protest Durgapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy