Advertisement
০৩ নভেম্বর ২০২৪

রাখিবন্ধনের মাঝে কেরলের জন্য তহবিল সংগ্রহ

কোথাও অনুষ্ঠানে, কোনও জায়গায় সচেতনতা প্রচারের মাধ্যমে, আবার কোথাও রোগীদের হাতে রাখি বেঁধে রাখিবন্ধন কর্মসূচি পালিত হল জেলায়।

পূর্বস্থলীতে এক অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র

পূর্বস্থলীতে এক অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ০০:১৬
Share: Save:

কোথাও অনুষ্ঠানে, কোনও জায়গায় সচেতনতা প্রচারের মাধ্যমে, আবার কোথাও রোগীদের হাতে রাখি বেঁধে রাখিবন্ধন কর্মসূচি পালিত হল জেলায়।

রবিবার বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী ও তাঁদের পরিজনদের হাতে রাখি পরিয়ে দেন জুনিয়র ডাক্তারেরা। মিষ্টিমুখও করানো হয়। ছিলেন ডেপুটি সুপার অমিতাভ সাহা। টিএমসিপি-র বর্ধমান মেডিক্যাল কলেজ শাখার পদাধিকারী সৌরভ দে জানান, রোগী ও রোগীর পরিজনদের মধ্যে সম্পর্ক দৃঢ় করতেই এই উদ্যোগ।

জেলা পুলিশের উদ্যোগে সকালে স্টেশন থেকে শোভাযাত্রা বেরোয়। পথ সচেতনতার প্রচারের সঙ্গে পথচারীদের রাখি পরানো হয়। ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায়। জেলা প্রশাসনের তরফে বর্ধমানে জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। বর্ধমানের উল্লাসে পূর্বা বাস টার্মিনাসে রাখিবন্ধনে যোগ দেন বিধায়ক নিশীথ মালিক। বর্ধমান স্টেশনে পথশিশুদের রাখি পরান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি দেবু টুডু। শহরের ১১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। যুব তৃণমূলের উদ্যোগে রাখিবন্ধন হয় কার্জন গেটে। ছিলেন জেলা সভাধিপতি দেবু টুডু, বাগবুল ইসলাম, খোকন দাস প্রমুখ। স্টেশনে সমাজকর্মী ইফতিকর আহমেদের নেতৃত্বে রাখিবন্ধন হয়। কার্জন গেটে অনুষ্ঠান করে বিজেপি-ও। ছিলেন দলের নেতা সায়ন্তন বসু।

ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে অনুষ্ঠান হয় মেমারি ১ ব্লকে। বিধায়ক নার্গিস বেগম পথচলতি মানুষজনকে রাখি পরিয়ে দেন। কাটোয়ার পুরসভা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমাশাসক সৌমেন পাল। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। দাঁইহাট পুরসভাও টাউন হলে শিশুদের রাখি পরিয়ে অনুষ্ঠান করে। দু’টি বেসরকারি সংগঠন কাটোয়ার গোয়েঙ্কা মোড়ে ৭০ জন পথশিশুকে রাখি পরানো ও মধ্যাহ্নভোজের আয়োজন করে। সুদপুরের বেসরকারি হোমের আবাসিকেরা কাটোয়া থানার আধিকারিকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করায়। কেতুগ্রামের খাঁজিতে ‘সোশ্যাল মিডিয়ার কুফল ও সেফ ড্রাইভ সেভ লাইফ’ নিয়ে আলোচনাসভায় যোগ দেন বিধায়ক শেখ সাহানেওয়াজ, কেতুগ্রামের আইসি বাসুদেব সরকার। এ ছাড়া নানা ক্লাব নাচ-গান, আঁকা প্রতিযোগিতার আয়োজন করে।

আউশগ্রাম ১ ব্লকের শিবদা মোড়, গুসকরা বাসস্ট্যান্ডেও অনুষ্ঠানের আয়োজন হয়। আউশগ্রামের বনপাড়া ও শোকাডাঙায় আদিবাসী হস্টেলে গিয়ে পড়ুয়াদের হাতে রাখি বেঁধে দেন বিডিও চিত্তজিৎ বসু। আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অভিরামপুরে অনুষ্ঠান হয়। ছিলেন সমিতির বিদায়ী সভাপতি সৈয়দ হায়দার আলি, বিডিও সুরজিৎ ভর।

রাখিবন্ধনে কেরলের বন্যাদুর্গতদের জন্য তহবিল সংগ্রহ করে মন্তেশ্বরের জয়রামপুর শ্রীপল্লি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচারা। এ দিন স্কুলের অনুষ্ঠানে তারা এলাকার মানুষের কাছে সাহায্যের আবেদন জানায়। প্রধান শিক্ষক মধুসূদন চট্টোপাধ্যায় জানান, এমন কর্মকাণ্ডে সামিল হয়ে খুশি পড়ুয়ারা। উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক সৈকত পাঁজা, বিডিও বিপ্লব দত্তও।

এ দিন পূর্বস্থলীর স্টেশন ম্যানেজার অবনীভূষণ বালা ও এলাকার কিছু মানুষজন সবুজ বাঁচানোর ডাক দিয়ে কিছু গাছে রাখিবন্ধন করেন। পূর্বস্থলী ১ ব্লকের একটি স্বেচ্ছাসেবী সংস্থার লোকজন কালনা হাসপাতালে রোগী, সুপার, নার্স-সহ সকলের হাতে রাখি বাঁধেন। তাঁরা একটি অনাথ আশ্রমেও অনুষ্ঠান করেন। কালনা শহরে বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও পুরপ্রধান দেবপ্রসাদ বাগ অনুষ্ঠান করেন। বিজেপি কালনার তেঁতুলতলায় রাখিবন্ধন কর্মসূচি নেয়।

অন্য বিষয়গুলি:

TMC Rakhi Kerala Flood Flood Relief
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE