Advertisement
২২ নভেম্বর ২০২৪
State News

পুরনো রীতিতে কেন্দ্রের পরেই এ বার বাজেট রাজ্যে

বাজেটের আগে আগামী সোমবার, ২৭ জানুয়ারি অবশ্য ফের বিধানসভার বিশেষ অধিবেশন বসছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ০৩:০৪
Share: Save:

কেন্দ্রীয় বাজেট দেখে নেওয়ার পরেই এ বার পেশ হবে রাজ্য বাজেট। পরিষদীয় সূত্রের খবর, রাজ্য বাজেট পেশ হতে পারে আগামী ১০ ফেব্রুয়ারি। তার জন্য রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে পারে ৭ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় বাজেট পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। কেন্দ্রের পরে রাজ্যের বাজেট পেশ হওয়াই রেওয়াজ। তবে সাম্প্রতিক কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অন্য পথে হেঁটে কেন্দ্রের আগেই রাজ্যের বাজেট পেশ করার নজির রেখেছে।

বাজেটের আগে আগামী সোমবার, ২৭ জানুয়ারি অবশ্য ফের বিধানসভার বিশেষ অধিবেশন বসছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর) বিরোধিতায় সে দিন বিধানসভায় প্রস্তাব আসার কথা। বিগত অধিবেশন এবং বাজেট অধিবেশনের মধ্যবর্তী সময়ে এই নিয়ে তৃতীয় বার বিশেষ অধিবেশন হচ্ছে। তফসিলি জাতি ও জনজাতির জন্য সংরক্ষণের কেন্দ্রীয় আইন পুনর্নবীকরণের জন্য গত ৭ জানুয়ারি যে বিশেষ অধিবেশন বসেছিল, সেখানেই কেরলের আদলে সিএএ-বিরোধী প্রস্তাব এনেছিল বিরোধী বাম ও কংগ্রেস। মুখ্যমন্ত্রী অবশ্য তখন ওই প্রস্তাবে রাজি হননি। বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, এ বার খসড়া প্রস্তাবে সরকারের মনোভাবে কোনও আপত্তি না থাকলে তাঁরা বয়ান বা শব্দ নিয়ে বিতর্কে যেতে চান না। কিন্তু মনোভাবে ঘাটতি আছে বলে মনে হলে তাঁরা প্রস্তাবের উপরে সংশোধনী আনবেন। তাঁদের মতে, বিরোধীদের গত বারের জমা দেওয়া খসড়া প্রস্তাবই সরকার চাইলে গ্রহণ করতে পারে। পারিবারিক শোকের জন্য বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা অবশ্য এই অধিবেশনে থাকতে পারছেন না। বিজেপি সূত্রের খবর, তাদের তরফে স্বাধীন সরকার প্রস্তাবের বিরোধিতা করে বক্তৃতা করবেন।

আরও পড়ুন: দিলীপের ‘নেতৃত্বে’ মেডিক্যাল কলেজ, চিঠি দিল কেন্দ্র! হতবাক নবান্ন

অন্য বিষয়গুলি:

Bengal Budget
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy