Advertisement
২২ নভেম্বর ২০২৪
Aroop Biswas

দায়িত্ব নিয়ে কড়া বার্তা বিদ্যুৎমন্ত্রীর

গত বছর আমপানের পরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়। কয়েক লক্ষ মানুষ প্রায় এক মাস বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন বলে অভিযোগ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

শুভাশিস ঘটক
শেষ আপডেট: ১৫ মে ২০২১ ০৬:২১
Share: Save:

দশ বছর আগে রাজ্যে পালাবদলের পরে আরও অনেক ক্ষেত্রের মতোই বিদ্যুৎ ক্ষেত্রেও উন্নতির দাবি করে তৃণমূল সরকার। প্রাক্তন আমলা মণীশ গুপ্ত ও পরে শোভনদেব চট্টোপাধ্যায় বিদ্যুৎমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলানোর পরে এ বার সেই ভার পেয়েছেন অরূপ বিশ্বাস। সরকারি সূত্রের খবর, সম্প্রতি দফতর ও তিনটি বিদ্যুৎ সংস্থার কর্তাদের নিয়ে বৈঠকের পরে তাঁর নির্দেশ, তিন বছরের বেশি কোনও বাস্তুকার ও অফিসার একই পদে রয়েছেন কি না, তা খতিয়ে দেখে তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি বাস্তুকার ও অফিসারদের বদলির তালিকাও বাতিল করেছেন তিনি।

গত বছর আমপানের পরে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়। কয়েক লক্ষ মানুষ প্রায় এক মাস বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তখন রাজ্য বিদ্যুৎ দফতরের বাস্তুকার ও অফিসারদের একাংশের ভূমিকা ও গাফিলতি নিয়ে নানা অভিযোগ ওঠে। প্রাথমিকভাবে ওই সব অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন অরূপবাবু। দফতরে নিয়োগ ও বদলি সংক্রান্ত নানা দুর্নীতির অভিযোগও পেয়েছেন বলে জানান তিনি।

দফতর সূত্রের খবর, বাস্তুকার ও অফিসারদের সংখ্যা প্রায় হাজার চারেক। তাঁদের মধ্যে কতজন তিন বছর একই পদে রয়েছেন, সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে, জানান দফতরের এক কর্তা।

যদিও বিদ্যুৎ-বিশেষজ্ঞদের একাংশের মতে, কারও বিরুদ্ধে কোনও অভযোগ থাকলে ও তা প্রমাণিত হলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু বিদ্যুতের মতো বিশেষ ক্ষেত্রে দক্ষ কর্মী-অফিসারদের তৈরি হতে সময় লাগে। তাই সার্বিক ভাবে তিন বছরের বেশি এক পদে থাকলেই ঢালাও বদলি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থাকে। সে ক্ষেত্রে নতুন কাউকে তৈরি করতে সময় লাগলে প্রভাব পড়তে পারে পরিষেবার উপরেও।

অরুপবাবু বলেন, ‘‘মানুষের কাছে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। তাই সব ক্ষেত্রে সমন্বয় রক্ষার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নেওয়া হবে। কোনও যোগসাজশ ও অনিয়ম বরদাস্ত করা হবে না।" রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ দফতরকে নানা খাতে প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়। অতিরিক্ত খরচ কাটছাট করে ভর্তুকির বোঝা কমানোর উপরও জোর দিয়েছেন তিনি।

সূত্রের খবর, বণ্টন সংস্থার উদ্দেশ্যে তাঁর বার্তা, লো ভোল্টেজের সমস্যা হ্রাস, বিদ্যুৎ চুরি রোখা ও বর্ষায় প্রাকৃতিক দুর্যোগে যাতে জোগান নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করা।

তবে শুধুই বিদ্যুতের জোগান নয়, বরং কতটা দক্ষতার সঙ্গে তিনটি বিদ্যুৎ সংস্থা চলবে, সেটি আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। কারণ সাম্প্রতিক অতীতে বিভিন্ন খাতে লাগামছাড়া খরচের জেরে সংস্থাগুলি আর্থিক অবস্থা কতটা মজবুত রেখে পরিষেবা দিতে পারে, সেটাই আসল বিষয়, অভিমত তাঁদের।

অন্য বিষয়গুলি:

TMC Aroop Biswas Power Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy