Advertisement
০২ অক্টোবর ২০২৪

সিন্ডিকেট নিয়ে কথাই বলেননি, দাবি অর্জুনের

সর্বভারতীয় সংবাদ চ্যানেলের করা স্টিং অপারেশনে তিনি সিন্ডিকেট নিয়ে একটি শব্দও বলেননি বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক এবং এ বার ভোটে ভাটপাড়ার প্রার্থী অর্জুন সিংহ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০৩:২৪
Share: Save:

সর্বভারতীয় সংবাদ চ্যানেলের করা স্টিং অপারেশনে তিনি সিন্ডিকেট নিয়ে একটি শব্দও বলেননি বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক এবং এ বার ভোটে ভাটপাড়ার প্রার্থী অর্জুন সিংহ।

ওই চ্যানেলের স্টিং-ভিডিওটি প্রকাশ্যে আসার পরে গত ৫ মে বিধানসভা ভোটের শেষ পর্বের দিন বিজেপি নিজেদের রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলন করে সেটি দেখায়। সেই ফুটেজে দেখা গিয়েছিল, ওই চ্যানেলের তরফে কয়েক জন অর্জুনের সঙ্গে দেখা করে নিজেদের বহুজাতিক সংস্থার প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছেন। তাঁরা জানাচ্ছেন, নিউ টাউনে জমি কিনে অফিস তৈরি করতে চান তাঁরা। তাঁদের উদ্দেশ্য পূরণের আশ্বাস দিচ্ছেন অর্জুনও। ওই ফুটেজেই দেখা গিয়েছিল, অর্জুন বলছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজটা হয়। কারা কী ভাবে সাহায্য করবে, সেটা তাদের ব্যাপার। এই জায়গাটা অন্তত মুম্বইয়ের মতো নয়। সেখানে কাজ হোক বা না হোক, টাকা দিতেই হয়। এখানে সে রকম নয়। এ ব্যাপারে ভোটের পর কথা হবে। ভোটের ফল বেরনোর পরে কাজ শুরু করতে হবে। যিনি জিতবেন, তাঁর সঙ্গে ওই সংস্থার প্রতিনিধিদের তিনি আলাপ করিয়ে দেবেন। তাতেই কাজ হয়ে যাবে। ওই দিন অবশ্য অর্জুনের ফোন বন্ধ থাকায় তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।

কিন্তু গত ৭ মে অর্জুন চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁর সঙ্গে সিন্ডিকেট বা কোনও অবৈধ কাজের সম্পর্কই নেই। তিনি দাবি করেছেন, ওই স্টিং ভিডিও-র জন্য তাঁর বিরুদ্ধে কোনও অবৈধ কাজের অভিযোগ আনা যায় না। কিন্তু ওই স্টিং এবং সেই সংক্রান্ত নানা বিবৃতিতে তাঁর নাম জড়িয়ে যাওয়ায় জনসমক্ষে তাঁকে হাস্যাস্পদ এবং অপমানিত হতে হয়েছে। তিনি বিধায়ক এবং একটি পুরসভার চেয়ারম্যান-সহ বিভিন্ন সম্মাননীয় পদে আছেন। তাঁর সম্পর্কে প্রকাশিত ওই প্রতিবেদনের জেরে ব্যক্তি এবং জনপ্রতিনিধি হিসাবে তাঁর মানহানি হয়েছে।

অর্জুন বৃহস্পতিবার বলেন, ‘‘আমার কাছে যাঁরা এসেছিলেন, তাঁদের সঙ্গে আমি সিন্ডিকেট নিয়ে কোনও আলোচনাই করিনি। আমি বুঝতেও পেরেছিলাম, বিশেষ উদ্দেশ্য নিয়ে স্টিং অপারেশনে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কিন্তু আমি এক জন জনপ্রতিনিধি। তাই কেউ কথা বলতে চাইলে কথা বলা উচিত। সে জন্য ভদ্রতা করে যেটুকু কথা বলতে হয়, সেটুকুই বলেছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE