Advertisement
২৬ নভেম্বর ২০২৪

৩০০ ভরি সোনায় কালীকে সাজিয়ে কী চাইলেন অনুব্রত

এই প্রথম তাঁর পুজোয় সোনার গয়না পরানো হচ্ছে এমন নয়। এর আগের পুজোয় মায়ের পরনে ছিল ২৬০ ভরি সোনা, তার আগের বছর ১৮০ ভরি।

অনুব্রত মণ্ডলের কালী পুজো।

অনুব্রত মণ্ডলের কালী পুজো।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ২০:২৩
Share: Save:

বর্ণময় চরিত্র। বর্ণময় তাঁর কালী পুজোর আয়োজনও। অনুব্রত মণ্ডলের মা কালী এ বার সেজে উঠেছে ৩০০ ভরি সোনার গয়নায়।

প্রতি বছরই বোলপুরে তৃণমূল পার্টি অফিসে অনুব্রতর কালী পুজো দেখতে ভিড় জমান অনেক মানুষ। এ বারে অবশ্য কোভিড পরিস্থিতিতে প্রায় সব আয়োজনই সংক্ষিপ্ত। তবে মা-এর গায়ে থাকবে ৩০০ ভরি সোনার অলঙ্কার, জানালেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি নিজেই।

আরও পড়ুন: বিধায়ক পদ থেকে আচমকা পদত্যাগ বেচারাম মান্নার, চিঠি দিয়ে এলেন স্পিকারকে

এই প্রথম তাঁর পুজোয় সোনার গয়না পরানো হচ্ছে এমন নয়। এর আগের পুজোয় মায়ের পরনে ছিল ২৬০ ভরি সোনা, তার আগের বছর ১৮০ ভরি। এ বারের সোনা ছাড়িয়ে গেল সব রেকর্ড। প্রায় ১৫ কোটি টাকার গয়না পরেছে অনুব্রতর কালী।

আরও পড়ুন:রানিমার ‘হ্যাট্রিক’! লড়াইয়ে ফিরছে ‘কী করে বলব তোমায়’

তবে গত বছরের মতো এ বারও নিজের হাতে তিনি গয়না পরাতে পারলেন না। গত বছর অনুব্রতর মা মারা যান। এ বছর মারা গিয়েছেন তাঁর স্ত্রী।

কিন্ত এত গয়না আসে কোথা থেকে? অনুব্রতর জবাব, “মা কালীর মূর্তিকে না সাজালে ভাল লাগে না দেখতে। অনেকেই মাকে সোনা দেন।” আর তিনিও নাকি মা কালীর কাছে যা চান তাই পান। এ বার মায়ের কাছে কী চাইছেন? অনুব্রত জানালেন, বিধানসভা ভোটে তৃণমূলের জন্য ২২৫ থেকে ২৩০টি আসন।

অন্য বিষয়গুলি:

Anubrata Mandol Birdhum Trinamul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy