Advertisement
১৩ নভেম্বর ২০২৪
State News

দীপাবলির আগে কেমন চলছে চম্পাহাটির বাজিবাজার?

আলোর উৎসব শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর মধ্যে কালী পুজো এবং দিওয়ালির প্রস্তুতি সারা অনেকেরই। বাজার ঘুরে বাজি কেনা প্রায় শেষ। মিষ্টির দোকানে লম্বা লাইন। শহর কলকাতা ছাড়িয়ে হাওড়ার চম্পাহাটিতে গেলে দেখা যাবে আলোর উৎসব উপলক্ষে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কেমন সে ছবিটা। তা দেখে নিন গ্যালারির পাতায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৮:৪৬
Share: Save:
০১ ০৯
চম্পাহাটির ১৫টি গ্রামের প্রায় দু’লক্ষ মানুষ বাজি শিল্পের সঙ্গে জড়িত। ঘরের দাওয়াতে বসেই চলছে বাজি তৈরির কাজকর্ম।

চম্পাহাটির ১৫টি গ্রামের প্রায় দু’লক্ষ মানুষ বাজি শিল্পের সঙ্গে জড়িত। ঘরের দাওয়াতে বসেই চলছে বাজি তৈরির কাজকর্ম।

০২ ০৯
বাড়ির পুরুষেরা ব্যস্ত বাজির মশলা তৈরির কাজে। নিজেরাই বানিয়ে ফেলেছেন মশলা তৈরির পরিকাঠামো।

বাড়ির পুরুষেরা ব্যস্ত বাজির মশলা তৈরির কাজে। নিজেরাই বানিয়ে ফেলেছেন মশলা তৈরির পরিকাঠামো।

০৩ ০৯
আসছে কালী পুজো। ঘরের উঠোনে চড়া রোদে শুকোতে দেওয়া হয়েছে মাটির প্রদীপ।

আসছে কালী পুজো। ঘরের উঠোনে চড়া রোদে শুকোতে দেওয়া হয়েছে মাটির প্রদীপ।

০৪ ০৯
চলছে বাজির মশলা পোরার কাজ। নিপুণ হাতে তারই প্রস্তুতি সারা হচ্ছে।

চলছে বাজির মশলা পোরার কাজ। নিপুণ হাতে তারই প্রস্তুতি সারা হচ্ছে।

০৭ ০৯
বাড়ির বড়দের পাশাপাশি বাজি বিক্রিতে সামিল খুদেরাও।

বাড়ির বড়দের পাশাপাশি বাজি বিক্রিতে সামিল খুদেরাও।

০৮ ০৯
ক্রেতার অপেক্ষায়। বাজারের স্টলে সাজানো হরেক কিসিমের বাজি।

ক্রেতার অপেক্ষায়। বাজারের স্টলে সাজানো হরেক কিসিমের বাজি।

০৯ ০৯
মুখে যেন বিজয়ীর হাসি। পছন্দ মতো বাজি পেয়ে এ বার বাড়ির পথে খুদে। ছবি: শশাঙ্ক মণ্ডল।

মুখে যেন বিজয়ীর হাসি। পছন্দ মতো বাজি পেয়ে এ বার বাড়ির পথে খুদে। ছবি: শশাঙ্ক মণ্ডল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE