An inside look into the Champahati, hub of firecrackers dgtl
State News
দীপাবলির আগে কেমন চলছে চম্পাহাটির বাজিবাজার?
আলোর উৎসব শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এর মধ্যে কালী পুজো এবং দিওয়ালির প্রস্তুতি সারা অনেকেরই। বাজার ঘুরে বাজি কেনা প্রায় শেষ। মিষ্টির দোকানে লম্বা লাইন। শহর কলকাতা ছাড়িয়ে হাওড়ার চম্পাহাটিতে গেলে দেখা যাবে আলোর উৎসব উপলক্ষে সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। কেমন সে ছবিটা। তা দেখে নিন গ্যালারির পাতায়।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ১৮:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
চম্পাহাটির ১৫টি গ্রামের প্রায় দু’লক্ষ মানুষ বাজি শিল্পের সঙ্গে জড়িত। ঘরের দাওয়াতে বসেই চলছে বাজি তৈরির কাজকর্ম।
০২০৯
বাড়ির পুরুষেরা ব্যস্ত বাজির মশলা তৈরির কাজে। নিজেরাই বানিয়ে ফেলেছেন মশলা তৈরির পরিকাঠামো।