পাশে: ত্রিলোচনের বাবার সঙ্গে অমিত শাহ। শিমুলিয়ায় বিজেপির সভামঞ্চে বৃহস্পতিবার। ছবি: সুজিত মাহাতো
বলরামপুরের দলের তিন কর্মীর অস্বাভাবিক মৃত্যু রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবি তুলে আন্দোলন চালিয়ে গিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। দিল্লি থেকে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-ও টুইটে কড়া মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার তিনি পুরুলিয়ায় সভা করতে এলেন। কিন্তু, তাঁর মুখে ওই তিন কর্মীর মৃত্যুর তদন্তে সিবিআইয়ের নাম না শুনতে পেয়ে অনেকেই হতাশ হয়েছেন।
যদিও মৃতের পরিজনেরা জানিয়ে দিয়েছেন, তাঁরা হতাশ নয়। কারণ দল সিবিআই তদন্তের দাবিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর অমিত শাহের মতো বড় নেতা ওই তিন মৃত্যুর প্রতিবাদ জানাতেই পুরুলিয়ায় সভা করতে এসেছেন।
এ দিন শিমুলিয়ার সভামঞ্চে অমিত উঠতেই ডেকে নেওয়া হয় সুপুরডি গ্রামের মৃত কর্মী ত্রিলোচন মাহাতোর পরিবারকে। ডাকা হয় ডাভা গ্রামে দুলাল কুমার ও আমটাঁড় গ্রামের জগন্নাথ টুডুর বাড়ির লোকেদের। তাঁদের গলায় উত্তরীয় পরিয়ে দেন অমিত। বক্তৃতার শুরুতেই তিন শহিদকে শ্রদ্ধাজ্ঞলি দিতে লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপিকে জেতানোর আর্জি জানান তিনি। অমিত দাবি করেন, ‘‘পঞ্চায়েত ভোটে এত বাধা দেওয়া সত্ত্বেও বিজেপি এই জেলায় ভাল ফল করেছে। তারপরেই তিন জনকে নির্মম ভাবে মারা হল।’’ এরপরে অবশ্য আর তিন শহিদ সম্পর্কে তাঁর মুখে কিছু শোনা যায়নি।
এ নিয়ে কোনও কোনও কর্মীকে বলতে শোনা যায়, ‘‘ভেবেছিলাম, সিবিআই তদন্তের দাবিতে তিনি জোর সওয়াল করবেন।’’ সভার শেষে ত্রিলোচনের দাদা বিবেকানন্দ মাহাতো অবশ্য বলেন, ‘‘অমিতজি সিবিআই তদন্তের ব্যাপারে এ দিন কিছু না বললেও, দলই তো ওই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলকে পাশে নিয়ে হাইকোর্টে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে।’’ ত্রিলোচনের মা পানো মাহাতোও বলেন, ‘‘আমরা শুধু সিবিআই তদন্ত চাই।’’
দুলালের পরিবার এখনও আদালতে সিবিআই চেয়ে মামলা না করলেও তাঁর ভাইপো কৃষ্ণপদর মুখেও সেই একই দাবি, ‘‘সিবিআই চাই। অমিতজি এত দূর থেকে তিন শহিদের মৃত্যুর প্রতিবাদ জানাতে এসেছিলেন। তিনি সিবিআই তদন্তের কথা মুখে না বললেও দল ওই দাবি গোড়া থেকেই করে আসছে।’’
দলের নেতৃত্বও দাবি করেছেন, মঞ্চে তিনি মৃত কর্মীদের পরিজনদের বলেছেন, ‘হাম সাথ হ্যায়’। পাশে থাকার এই বার্তা দিতেই তিনি এত দূরে এসেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy