রাজ্য বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) অমলেন্দু চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।
আরএসএসের প্রচারক এবং রাজ্য বিজেপির সংগঠনের ভারপ্রাপ্ত প্রাক্তন সাধারণ সম্পাদক অমলেন্দু চট্টোপাধ্যায় যোগ দিলেন কংগ্রেসে।বিধান ভবনে সোমবার তাঁর হাতে দলের তেরঙা পতাকা তুলে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ছিলেন প্রদেশ কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীব ভট্টাচার্যও।
ধর্ষণের অভিযোগে অমলেন্দুবাবুকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে তিনি জামিনে ছাড়া পান। সেই ঘটনার অভিযোগকারিণী রাজলক্ষ্মী চৌধুরীও এ দিন এসেছিলেন কংগ্রেস দফতরে। অমলেন্দুবাবুর অভিযোগ, আরএসএসের নানা অনৈতিক কাজকর্ম জেনে ফেলায় সঙ্ঘের মদতে পুষ্ট কিছু ব্য়ক্তি তাঁর স্ত্রীকে (রাজলক্ষ্মী) ধর্ষণের চেষ্টা করেছিল। এই বিষয়ে তিনি প্রশাসনিক স্তরে অভিযোগও দায়ের করেছেন বলে জানিয়েছেন। যে ঘটনায় অমলেন্দুবাবুর নাম জড়িয়েছিল, তাতে সঙ্ঘ ও বিজেপির চার নেতার বিরুদ্ধে অভিযোগ আছে। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, অমলেন্দুবাবুকে তাঁরা সংগঠনের কাজে লাগাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy